বাসস ক্রীড়া-১০ : ভারতীয় ক্রিকেট দলের সমালোচনায় দেশটির গণমাধ্যম

325

বাসস ক্রীড়া-১০
ক্রিকেট-সাউদাম্পটন টেস্ট
ভারতীয় ক্রিকেট দলের সমালোচনায় দেশটির গণমাধ্যম
সাউদাম্পটন, ৩ সেপ্টেম্বর ২০১৮ (বাসস) : ইংল্যান্ডের কাছে সাউদাম্পটন টেস্ট হেরে এক ম্যাচ বাকী রেখেই সিরিজ খুইয়েছে সফরকারী ভারতীয় ক্রিকেট দল। দলের পরফরমেন্সের সমালোচনা করে ভারতীয় খেলোয়াড়দের ‘মেরুদন্ডহীন’ বলছে দেশটির সংবাদমাধ্যম।
ভারতের জনপ্রিয় পত্রিকা টাইমস অব ইন্ডিয়া বলছে, ‘আধুনিক ক্রিকেট ইতিহাসে সেরারূপে ফেরার স্বপ্ন খুব সহজেই পূরণ হতে পারতো কিন্তু মেরুদন্ডহীন ব্যাটিং-এর কারণে ঘরের বাইরে আরও একটি সিরিজ হারলো কোহলির দল। যা অত্যন্ত এটি হতাশার।’
মেইল টুডে বলছে, ‘ভারতের আত্মসমর্পন’।
সিরিজের চতুর্থ টেস্ট জয়ের জন্য ২৪৫ টার্গেট পায় ভারত। কিন্তু ইংল্যান্ড বোলারদের সামনে অসহায় আত্মসমর্পন করে তারা। চতুর্থ দিনের চা-বিরতির পর ১৮৪ রানেই গুটিয়ে যায় ভারতের ইনিংসের। ফলে এক ম্যাচ বাকী রেখে ৩-১ ব্যবধানে এগিয়ে গিয়ে সিরিজ জয় নিশ্চিত করে ইংল্যান্ড।
এর আগে এ বছর দক্ষিণ আফ্রিকার মাটিতে ২-১ ব্যবধানে সিরিজ হারে ভারত।
ইংল্যান্ডের বিপক্ষে সাউদাম্পটন টেস্টেও উভয় ইনিংসে ব্যাট হাতে ব্যর্থ হয়েছে ভারত। ব্যাটসম্যানদের মেজাজ ও টেকনিক নিয়ে উঠেছে প্রশ্ন।
ইন্ডিয়ান এক্সপ্রেস শিরোনাম করেছে, ‘যথেষ্ট ভালো পারফরমেন্স ছিলো না এবং এমন হার কষ্ট দিবে ও শেখাবে।’
ইংরেজী দৈনিকটি লিখেছে, ‘তারা খুব কাছে যেতে পারে কিন্তু ব্যর্থই হয়, লক্ষ্য অতিক্রম করতে পারে না।’
পত্রিকাটির রিপোর্টে বলা হয়, ‘প্রতিপক্ষের জন্য কোহলিদের চ্যালেঞ্জ যথেষ্ট নয় এবং প্রতিন্দ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ জয়ের উপায় বের করতে হবে ভারতকে।’
ভারতের আরেকটি জনপ্রিয় পত্রিকা দ্য হিন্দুস্থান টাইমস বলে, ‘বিদেশে সাফল্য পাবার সুযোগ তৈরি করে দিয়েছিলো ভারতের বোলাররা। কিন্তু ব্যাটসম্যানরা ব্যর্থ। কোহলি ছাড়া অন্যান্য ব্যাটসম্যানরা মান ও ধারাবাহিকতা থেকে অনেক দূরেই ছিলো।’
সিরিজের প্রথম চার টেস্টে ৬৮ গড়ে দু’টি সেঞ্চুরি ও তিনটি হাফ-সেঞ্চুরিতে ৫৪৪ রান করেন ভারতের অধিনায়ক কোহলি। চলমান সিরিজে কোহলিই এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক।
বাসস/এএমটি/১৯০৫/মোজা/স্বব