বাসস ক্রীড়া-৯ : সাফ ফুটবল : বাংলাদেশ দল

316

বাসস ক্রীড়া-৯
ফুটবল-সাফ
সাফ ফুটবল : বাংলাদেশ দল
ঢাকা, ৩ সেপ্টেম্বর, ২০১৮(বাসস) : দক্ষিণ এশিয়ার সাতটি দল নিয়ে আগামীকাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে শুরু হচ্ছে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) চ্যাম্পিয়নশীপ। দক্ষিণ এশীয় ফুটবল দলের সবচেয়ে বড় টুর্নামেন্টে সাফ চ্যাম্পিয়নশিপ। এই আসরের জন্য আজ ২০ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। যুব দলের জাফর ইকবালের জায়গা হয়নি জেমি ডে’র দলে। এছাড়াও দলে জায়গা হয়নি মিডফিল্ডার আব্দুল্লাহ, ফজলে রাব্বি, ফরোয়ার্ড মতিন মিয়া, ডিফেন্ডার রহমত মিয়া, মনজুর রহমান মানিক, গোলরক্ষক আনিসুর রহমান ও মাহফুজ হাসান প্রিতমেরও। সাফ চ্যাম্পিয়নশিপের মধ্য দিয়ে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর টেলিভিশন সম্প্রচার যাত্রা শুরু করবে।
২০ সদস্যের বাংলাদেশ দল: আশরাফুল ইসলাম রানা, শহীদুল ইসলাম সোহেল, তপু বর্মন, টুটুল হোসেন বাদশা, বিশ্বনাথ ঘোষ, সুশান্ত ত্রিপুরা, নাসির চৌধুরী, ওয়ালি ফয়সাল, ফয়সাল মাহমুদ, জামাল ভূঁইয়া, আতিকুর রহমান ফাহাদ, মাশুক মিয়া জনি, মাহবুবুর রহমান সুফিল, বিপলু আহমেদ, মামুনুল ইসলাম, ইমন মাহমুদ বাবু, সোহেল রানা, রবিউল হাসান, সাদ উদ্দীন ও শাখাওয়াত রনি।
বাসস/স্বব/১৮৫০/মোজা/এএমটি