বাসস বিদেশ-১০ : যুক্তরাষ্ট্রে নৌ-দুর্ঘটনায় নিখোঁজ ৪, আহত ৯

129

বাসস বিদেশ-১০
যুক্তরাষ্ট্র-নৌযান-দুর্ঘটনা
যুক্তরাষ্ট্রে নৌ-দুর্ঘটনায় নিখোঁজ ৪, আহত ৯
লস অ্যাঞ্জেলস, ৩ সেপ্টেম্বর, ২০১৮ (বাসস ডেস্ক): যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় ক্যালিফোর্নিয়া ও অ্যারিজোনা রাজ্যের মধ্যদিয়ে প্রবাহিত কলোরাডো নদীতে শনিবার রাতে দু’টি নৌযানের মধ্যে সংঘর্ষে চারজন নিখোঁজ রয়েছে ও নয়জন আহত হয়েছে। রোববার কর্তৃপক্ষ একথা জানিয়েছে। খবর সিনহুয়ার।
অ্যারিজোনা রাজ্যের মোহ্যাভ কাউন্টি শেরিফের দপ্তর জানায়, মোয়াবি রিজিওনাল পার্কের কাছে কলোরাডো নদীতে ঘটা এ নৌ দুর্ঘটনার ব্যাপারে যোগাযোগ সেন্টার ৯১১ নম্বর থেকে অনেক টেলিফোন পেয়েছে। শনিবার স্থানীয় সময় রাত ৮ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দক্ষিণদিকগামী স্লীক ক্রাফট নামের একটি নৌযানের সাথে উত্তরদিকগামী হ্যালেট ক্রাফট নামের নৌযানের সাথে মুখোমুখী সংঘর্ষের পর সকল যাত্রী পানিতে ছিটকে পড়ে যায়। এ সময় হ্যালেট ক্রাফটে ১০ জন ও স্লীক ক্রাফটে ছয়জন যাত্রী ছিল। পরে উভয় নৌযানই ডুবে যায়।
সেখান দিয়ে চলা বিভিন্ন নৌকার সাহায্যে অনেককে পানি থেকে উদ্ধার করা হয়।
এক সংবাদ সম্মেলনে মোহ্যাভ কাউন্টি শেরিফ দৌগ স্কাস্টার বলেন, এ নৌ দুর্ঘটনায় ‘নয়জন আহত হয়েছে। এদের মধ্যে দু’জনের অবস্থা আশংকাজনক।’ তিনি আরো জানান, দুর্ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
বাসস/এমএজেড/১৬৩০/জুনা