রাষ্ট্রপতির সাথে এসএসএফ-এর মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ

246

ঢাকা ১৩ জুন, ২০২১ (বাসস) : ভিভিআইপিদের নিরাপত্তা প্রদানের পাশাপাশি তাদের জনসম্পৃক্ততা যাতে বিঘিœত না হয় এসএসএফকে সেদিকে লক্ষ্য রাখার পরামর্শ দেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ।
তিনি আজ সন্ধ্যায় স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংস্থাটির মহাপরিচালক মেজর জেনারেল মোঃ মজিবুর রহমান তাঁর সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎকালে একথা বলেন।
সাক্ষাৎকালে মহাপরিচালক এসএসএফ-এর কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ এসএসএফ-এর সকল সদস্যকে অভিনন্দন জানান।
রাষ্ট্রপতি বলেন, ভিভিআইপিদের নিরাপত্তা প্রদানসহ জাতীয় নিরাপত্তা বিধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এসএসএফ।
রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়–য়া সামরিক সচিব মেজর জেনারেল এসএম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন এবং সচিব (সংযুক্ত) ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।