বাসস ক্রীড়া-৮ : শেষ ষোলোতে ফেদেরার-জকোভিচ

301

বাসস ক্রীড়া-৮
টেনিস-ইউএস ওপেন-পুরুষ
শেষ ষোলোতে ফেদেরার-জকোভিচ
নিউইয়র্ক, ২ সেপ্টেম্বর ২০১৮ (বাসস/এএফপি) : ইউএস ওপেন টেনিসের পুরুষ এককের শেষ ষোলোতে উঠেছেন দ্বিতীয় বাছাই সুইজারল্যান্ডের রজার ফেদেরার ও ষষ্ঠ বাছাই সার্বিয়ার নোভাক জকোভিচ। দু’জনই সরাসরি সেটে জয় পেয়েছেন।
এখন পর্যন্ত সবকটি ম্যাচেই সরাসরি সেটে জিতেছেন ফেদেরার। যার ধারাবাহিকতায় তৃতীয় রাউন্ডের ম্যাচের ৩০তম ম্যাচে বাছাই অস্ট্রেলিয়ার নিক কিরগিওসের বিপক্ষে ফেভারিট ছিলেন ফেদেরার। কোর্টে সেটি প্রমাণও করেছেন তিনি।
মাত্র ১ ঘন্টা ৪৪ মিনিচ স্থায়ী ম্যাচে কিরগিওসকে ৬-৪, ৬-১ ও ৭-৫ গেমে পরাজিত করেন ফেদেরার।
ম্যাচ জয়ের পর ফেদেরার বলেন, ‘এমন জয় সবসময়ই আনন্দ দেয়। তবে এতটা সহজে জিততে পারবো, তা ভাবিনি। এমন পারফরমেন্স পরের ম্যাচেও করতে চাই আমরা।’
ফেদেরার মত সহজ জয় পেলেও, ২৬তম বাছাই ফ্রান্সের রিচার্ড গ্যাসকুয়েটকে হারাতে ২ ঘন্টা ১১ মিনিট সময় নিয়েছেন জকোভিচ। প্রথম স্টে ৬-২ গেমে জিতেন জকোভিচ। পরের দুই সেট ৬-৩ ও ৬-৩ গেমে জয় পান জকোভিচ।
বাসস/এএফপি/এএমটি/১৮৩০/স্বব