লম্বক দ্বীপে ‘তৃতীয় বহুজাতিক নৌমহড়া কমোডো’তে অংশ নিতে ‘সমুদ্র অভিযান’র চট্টগ্রাম নৌ-জেটি ত্যাগ

320

চট্টগ্রাম, ১৮ এপ্রিল, ২০১৮ (বাসস) : নৌবাহিনীর যুদ্ধজাহাজ সমুদ্র অভিযান ইন্দোনেশিয়ার লম্বক দ্বীপে অনুষ্ঠিতব্য ‘তৃতীয় বহুজাতিক নৌমহড়া কমোডো’তে (এমএনইকে-২০১৮) অংশ নিতে সকালে চট্টগ্রাম নৌ-জেটি ত্যাগ করেছে।
কমান্ডার বিএন ফ্লিট রিয়ার এডমিরাল এম আশরাফুল হকসহ স্থানীয় উচ্চপদস্থ নৌ-কর্মকর্তা এবং জাহাজে গমনকারী কর্মকর্তা ও নাবিকদের পরিবারবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
আজ আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়েছে, সফরের অংশ হিসেবে জাহাজটি আগামী ৪ হতে ৯ মে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক সমুদ্র মহড়ার বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করবে।
জাহাজটি যাত্রাপথে আগামী ২৪ হতে ২৭ এপ্রিল মালয়েশিয়ার পোর্ট ক্লাংয়ে এবং দেশে ফেরার পথে ১৬ হতে ২০ মে থাইল্যান্ডের ফুকেট বন্দরে শুভেচ্ছা সফর করবে।
জাহাজের অধিনায়ক ক্যাপ্টেন এম মনিরুজ্জামানের নেতৃত্বে প্রক্ষিণার্থী কর্মকর্তাসহ মোট ২৬৯ জন সদস্য এই সফরে অংশ নিচ্ছেন। নৌবাহিনী জাহাজের এ ধরনের মহড়ায় অংশগ্রহণ প্রক্ষিণার্থী কর্মকর্তা ও নাবিকদের পেশাগত মান উন্নয়নের পাশাপাশি বহির্বিশ্বে দেশের সুনাম বৃদ্ধি করতে সক্ষম হবে। তাছাড়া এ সফর মহড়ায় অংশগ্রহণকারী দেশসমূহের সাথে সামরিক সুসম্পর্ক জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়। সফর শেষে জাহাজটি আগামী ২৫ মে দেশে প্রত্যাবর্তন করবে।