বাসস দেশ-১২ : নয় মাস পর উৎপাদনে যাচ্ছে চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার

294

বাসস দেশ-১২
সিইউএফএল-উৎপাদন
নয় মাস পর উৎপাদনে যাচ্ছে চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার
চট্টগ্রাম, ২ সেপ্টেম্বর, ২০১৮ (বাসস) : রাষ্ট্রীয় মালিকানাধীন চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লি. (সিইউএফএল) গ্যাস সরবরাহ সংকটের কারণে নয় মাস বন্ধ থাকার পর ৪ সেপ্টেম্বর থেকে পুনরায় উৎপাদনে যাচ্ছে।
গত বছরের ২২ ডিসেম্বর এই সার কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি মঙ্গলবার থেকে সিইউএফএল-এ পুনরায় গ্যাস সরবরাহ শুরু করবে।
কেজিডিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার খায়ের আহমেদ মজুমদার জানান, সিইউএফএল-এর চাহিদা মোতাবেক কেজিডিসিএল মঙ্গলবার থেকে গ্যাস সরবরাহের জন্য প্রস্তুত।
সিইউএফএল-এর অনুরোধের প্রেক্ষিতে কেজিডিসিএল এই প্রতিষ্ঠানে গ্যাস সরবরাহের লক্ষ্যে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করে।
বাসস/এমএএম/জেহক/১৮০০/রশিদ/-শহক