দামেস্কের পশ্চিমাঞ্চলের বিমান ঘাঁটিতে বিদেশী হামলার কথা অস্বীকার সিরিয়ার

391

দামেস্ক, ২ সেপ্টেম্বর, ২০১৮ (বাসস ডেস্ক) : সিরিয়ার সেনাবাহিনী দেশটির রাজধানী দামেস্কের পশ্চিমে অবস্থিত একটি বিমান ঘাঁটিতে ইসরাইলী ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টি অস্বীকার করেছে। খবর বার্তা সংস্থা সিনহুয়া’র।
রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, শর্ট সার্কিটের কারণে রোববার ভোররাতে বিমান ঘাঁটির কাছে একটি অস্ত্র গুদামে এই বিস্ফোরণ ঘটেছে।
প্রচন্ড বিস্ফোরণে পুরো দামেস্ক কেঁপে উঠেছে।
নগরীর পশ্চিমাঞ্চলীয় মাজেহ এলাকায় অবস্থিত মাজেহ বিমান ঘাঁটিতে অন্তত দুটি বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে।
এই ঘটনার এক ঘন্টারও কম সময়ের মধ্যে সিরিয়ার সেনাবাহিনীর পক্ষ থেকে বিবৃতিটি দেয়া হল।
প্যান আরব আল মায়াদ্বীন টিভি ও সিরিয়ার কয়েকজন সরকারপন্থী কর্মী জানায়, বিমান ঘাঁটিটিতে ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলার কারণেই বিস্ফোরণগুলো হয়েছে। এর আগেও এই ঘাঁটি লক্ষ্য করে ইসরাইল হামলা চালিয়েছে।