প্রশিক্ষণ সফরে অংশ নিতে নৌবাহিনী যুদ্ধজাহাজ ‘সমুদ্র জয়’ এর চট্টগ্রাম ত্যাগ

572

চট্টগ্রাম, ১ সেপ্টেম্বর ২০১৮ (বাসস) : প্রশিক্ষণ সফরে অংশ নিতে ভারত ও শ্রীলংকার উদ্দেশে নৌবাহিনী যুদ্ধজাহাজ ‘সমুদ্র জয়’ আজ শনিবার বিকেলে চট্টগ্রাম নৌ জেটি ত্যাগ করেছে।
এসময় চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার এডমিরাল এম আবু আশরাফসহ স্থানীয় উচ্চপদস্থ নৌ কর্মকর্তা এবং জাহাজে গমনকারী কর্মকর্তা ও নাবিকদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, সফরের অংশ হিসেবে জাহাজটি আগামী ৪ থেকে ৮ সেপ্টেম্বর ভারতের বিশাখাপত্তনম বন্দরে এবং ১২ থেকে ১৬ সেপ্টেম্বর শ্রীলংকার কলম্বো বন্দরে প্রশিক্ষণ সফরে অবস্থান করবে। জাহাজের অধিনায়ক ক্যাপ্টেন এম মনিরুজ্জামানের নেতৃত্বে প্রক্ষিণার্থী কর্মকর্তাসহ মোট ২৭৮ জন নৌসদস্য এই সফরে অংশ নিচ্ছেন।
আইএসপিআর জানায়,নৌবাহিনী জাহাজের এ ধরনের মহড়ায় অংশগ্রহণ প্রক্ষিণার্থী কর্মকর্তা ও নাবিকদের পেশাগত মান উন্নয়নের পাশাপাশি বহি:বিশ্বে দেশের সুনাম বৃদ্ধি করতে সক্ষম হবে। সফর শেষে জাহাজটি আগামী ২১ সেপ্টেম্বর দেশে প্রত্যাবর্তন করবে।