বাসস দেশ-১৯ : বাংলাদেশে জাপানি বিএমটিসি চালুর ব্যাপারে সমঝোতা স্মারক স্বাক্ষর

320

বাসস দেশ-১৯
ডেফোডিল-জেবিএনইটি-জেবিএমটিসি
বাংলাদেশে জাপানি বিএমটিসি চালুর ব্যাপারে সমঝোতা স্মারক স্বাক্ষর
ঢাকা, ১ সেপ্টেম্বর, ২০১৮ (বাসস) : উচ্চতর পড়াশোনা অথবা উন্নত কর্মজীবনের লক্ষ্যে জাপান যেতে আগ্রহীদের জন্য আগামী ডিসেম্বর থেকে বাংলাদেশে জাপানিজ বিজনেস মেনার টেস্ট সেন্টার (জেবিএমটিসি) চালু করতে আজ ডেফোডিল ফ্যামিলি এবং জাপানের জেবিনেট কর্পোরেশনের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাপানের জেবিনেট কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুর রহমান শাহীন এবং ডেফোডিল ফ্যামিলির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। নগরীতে ডেফোডিল ফ্যামিলির স্কিল জবস সম্মেলন কক্ষে এই স্মারক স্বাক্ষরিত হয়।
জাপানের লোয়ার ইন্টারন্যাশনাল কো. লি.-এর আইটি বিভাগীয় প্রধান ওয়াতারু কোনাগি এবং স্কিল জবস-এর সিটিও মো. আলাউদ্দিন সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।
জাপানের জেবিনেট কর্পোরেশন স্কিল জবস-এর সহায়তায় এই জেবিএমটিসি চালু করবে।
বাসস/পিআর/এসএএইচ/অনু-জেহক/১৯২৫/জহ/-শহক