কাটরোনের শেষ মুহূর্তের গোলে রোমাকে হারাল এসি মিলান

181

মিলান, ১ সেপ্টেম্বর, ২০১৮ (বাসস/এএফপি) : বদলি খেলোয়াড় প্যাট্রিক কাটরোনের শেষ মুহূর্তে দেয়া গোলে শুক্রবার রোমাকে ২-১ গোলে হারিয়েছে এসি মিলান। ম্যাচের ৪০তম মিনিটের সময় ফ্রাঙ্ক কেসির গোলে এগিয়ে যায় ইন্টার মিলান। ম্যাচের মেয়াদ ঘন্টার কাঁটায় পৌঁছানোর সময় গোলটি পরিশোধ করে রোমাকে সমতায় ফিরিয়ে আনেন ডিফেন্ডার ফেড্রিকো ফাজিও। তবে শেষ ৫ মিনিটের ইনজুরি টাইমের শুরুতে কাটরোনের গোলে সানসিরোতে জয় নিশ্চিত করে মিলান।
রোমার বিশ্বকাপ জয়ী তারকা স্টেভেন এনজোনজি এবং এসি মিলানের আর্জেন্টাইন স্ট্রাইকার গঞ্জালো হিগুইন ও গোল করেছিলেন ওই ম্যাচে । তবে তাদের গোলগুলো বাতিল হয়।
দুই দলেরই লক্ষ্য ছিল ওই ম্যাচে জয় নিয়ে পূর্ণ তিন পয়েন্ট আদায় করে নেয়া। শিরোপার লড়াইয়ে টিকে থাকতে দল দু’টির সামনে জয়ের কোন বিকল্প ছিল না। গত সপ্তাহে প্রথম লীগ ম্যাচে দুই গোলে এগিয়ে থাকার পরও নেপোলির কাছে ৩-২ গোলে হার মেনেছিল জেনারো গাত্তুসোর এসি মিলান। মিলানের ওই কোচ বলেন, ‘নেপোলির কাছে হারের পর দলের মধ্যে ব্যাপক অনুশোচনা বিরাজ করছিল। তবে এটি আমাদের জন্য মৌসুমের দ্বিতীয় ম্যাচ। মাত্র দুই ম্যাচ যেতে না যেতেই আমরা এটিকে টার্নিং পয়েন্ট বলতে পারিনা। আমি জানি আমাদের কিভাবে কাজ করতে হবে। তাই দলগতভাবে আমাদের কয়েকটি জায়গায় কাজ করার প্রয়োজন রয়েছে।’
এদিকে গত সোমবার আটলান্টার সঙ্গে ৩-৩ গোলে ড্র করা রোমার কোচ ইসেবিও ডি ফ্রান্সেসকো বেশ ক’টি পরিবর্তন এনেছিলেন মিলানের বিপক্ষে নামানো স্কোয়াডে। তবে তার ওই কৌশল কোন কাজে আসেনি। ফ্রান্সেসকো বলেন, ‘আমাদের মধ্যে প্রখরতার ঘাটতি ছিল। আমরা বেশক’টি গোল হজম করেছি । মাঠের খেলোয়াড় পছন্দেও ভুল ছিল। এসব বিষয় নিয়ে অনুশীলনে কাজ করতে হবে।’