কাল বৈশাখী ঝড়ে গোপালগঞ্জে ব্যাপক ক্ষতি

335

গোপালগঞ্জ, ১৮ এপ্রিল ২০১৮ (বাসস) : জেলার উপর দিয়ে বয়ে যাওয়া কাল বৈশাখী ঝড়ে তিন উপজেলার ২০ গ্রামে ব্যাপক ক্ষতি হয়েছে। এতে দুই শতাধিক বাড়ি-ঘর বিধ্বস্ত এবং গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষতি হয়। এতে অন্তত ১৫ জন আহত হয়। বাড়ি ঘর হারিয়ে নিঃস্ব পরিবারগুলো দ্রুত সহায়তার দাবি জানিয়েছে।
মঙ্গলবার বিকেল ও সন্ধ্যায় গোপালগঞ্জের সদর উপজেলার সাতপাড়, ভেন্নাবাড়ি, বৌলতলী, গান্ধিয়াশুর, চামটা কাশিয়ানী উপজেলার চরজাজিরা, চরভাটপাড়া, সিংগা, হাতিয়ারা, পুইশুর, দেবশুর সীতারামপুর ও মুকসুদপুর উপজেলার বানিয়ারচর, জলিরপাড়, ননীক্ষীর, মোচনা, বাশুদেবপুর, ধর্মরায়েরবাড়িসহ ২০টি গ্রামের উপর দিয়ে বয়ে যায় কাল বৈশাখী ঝড়। মাত্র ১৫ মিনিটের ঝড়ে লন্ডভন্ড হয়ে যায় এসব গ্রাম। মন্দির, মসজিদসহ দুই শতাধিক ঘর-বাড়ি বিধ্বস্ত হয়। ঘর ও গাছের চাপা পড়ে অন্তত ১৫ জন আহত হন।
ক্ষতিগ্রস্ত রাধারানী মন্ডল জানান, হঠাৎ করেই কাল বৈশাখী ঝড় বয়ে যায়। এতে অনেক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। সব কিছু হারিয়ে আমরা এখন নিঃস্ব। আমাদের এখন পরিবার পরিজন নিয়েখোলা আকাশের নিচে বসবাস করতে হবে।
গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ- পরিচালক সমীর কুমার গোস্বামী বলেন, ঝড়ে ধানসহ বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে। যেসব ক্ষেতের ফসল নুয়ে পড়েছে সেসব ক্ষেতের ফসলের কিছু ক্ষতি হবে। আমরা কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছি যাতে কৃষকরা ক্ষতি কাটিয়ে উঠতে পারে।