বাসস বিদেশ-৪ : ইউএনআরডব্লিউএ’কে সাহায্য বন্ধের মার্কিন সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে ফিলিস্তিন

206

বাসস বিদেশ-৪
ফিলিস্তিন-যুক্তরাষ্ট্র-ত্রাণ-নিন্দা
ইউএনআরডব্লিউএ’কে সাহায্য বন্ধের মার্কিন সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে ফিলিস্তিন
গাজা, ১ সেপ্টেম্বর, ২০১৮ (বাসস ডেস্ক) : ফিলিস্তিন কর্তৃপক্ষ জাতিসংঘের ফিলিস্তিন শরণার্থী সংস্থাকে আর্থিক সাহায্য বন্ধ করে দেয়ার মার্কিন সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে। খবর সিনহুয়ার।
শুক্রবার এক বিবৃতিতে ফিলিস্তিন মুক্তি সংস্থার (পিএলও) নির্বাহী কমিটির মহাসচিব সায়েব এরাকাত বলেন, ‘আমরা ইউএনআরডব্লিউএ ( ফিলিস্তিন শরণার্থী বিষয়ক জাতিসংঘ ত্রাণ ও কর্ম সংস্থা)-কে তহবিল বন্ধ করে দেয়ার যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত সম্পূর্ণভাবে প্রত্যাখান করছি এবং এর নিন্দা জানাচ্ছি।’
এরাকাত বলেন, যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তের লক্ষ্য হচ্ছে শরণার্থী সংস্থাটি বন্ধ করে দেয়া। জাতিসংঘ প্রস্তাবের ভিত্তিতে এ সংস্থাকে আর্থিক সাহায্য দেয়া হয়।
মার্কিন পররাষ্ট্র দপ্তর শুক্রবার জানায়, ‘যুক্তরাষ্ট্র জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থার জন্য সব ধরনের আর্থিক সাহায্য বন্ধ করে দিচ্ছে।’
মুখপাত্র হিদার নয়ের্ট এক বিবৃতিতে বলেন, মার্কিন প্রশাসন ইস্যুটির গুরুত্ব পর্যালোচনা করে এমন সিদ্ধান্তে পৌঁছেছে যে তারা এ ফিলিস্তিন শরণার্থী সংস্থাকে আর কোন আর্থিক সাহায্য দেবে না।
বাসস/এমএজেড/১২২০/জুনা