মৌরিতানিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনের আগে সর্বশেষ ভোট

273

নৌয়াকশোট, ১ সেপ্টেম্বর, ২০১৮ (বাসস ডেস্ক) : মৌরিতানিয়ায় শনিবার তিনটি নির্বাচনে ভোটগ্রহণ শুরু হবে। প্রেসিডেন্ট নির্বাচনের আগে আগে এসব নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ নির্বাচনকে রাষ্ট্রপ্রধান মোহাম্মদ আব্দেল আজিজের জন্য একটি কঠিন পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
পশ্চিম আফ্রিকার এ দেশটিতে নিবন্ধিত ভোটারের সংখ্যা প্রায় ১৪ লাখ।
গ্রিনিচ মান সময় ০৭০০ টায় ভোটকেন্দ্রগুলোতে ভোট গ্রহণ শুরু হবে এবং ১২ ঘন্টা পর ভোট গ্রহণ বন্ধ করে দেয়া হবে। আগামী সপ্তাহের মাঝামাঝি নাগাদ ফলাফল ঘোষণা করা হবে।
এই নির্বাচনে কোন আন্তর্জাতিক পর্যবেক্ষক থাকছে না।
বিরোধী দলগুলো ২০১৩ সালের নির্বাচন বয়কট করেছিল। এবারের আইন পরিষদ, আঞ্চলিক ও স্থানীয় নির্বাচনে ৯৮টি দল অংশ নিচ্ছে।
প্রয়োজন হলে সেপ্টেম্বরের ১৫ তারিখে দ্বিতীয় দফা নির্বাচন অনুষ্ঠিত হবে।
৬১ বছর বয়সী আজিজ ২০০৮ সালে ক্ষমতায় আসেন। তিনি ২০০৯ ও ২০১৪ সালের নির্বাচনে জয়লাভ করেন। দেশটিতে রাষ্ট্র প্রধানের মেয়াদ পাঁচ বছর।
তার বিরুদ্ধে বিরোধী মত ও দলের সদস্য এবং মানবাধিকার এনজিও কর্মীদের বিরুদ্ধে ব্যাপক দমনপীড়নের অভিযোগ রয়েছে।
তিনি একজন সাবেক সিনেটরকে গ্রেফতার করেছেন। এছড়াও তার বিরুদ্ধে একজন ব্লগারকে ‘গোপনীয়ভাবে’ আটক করার অভিযোগ রয়েছে।
যদিও আজিজ কয়েকবার বলেছেন যে, তিনি তৃতীয় মেয়াদের জন্য নির্বাচনে দাঁড়াবেন না, কিন্তু তার মন্ত্রীবর্গ ও সমর্থকদের বিবৃতিতে বিরোধীদের এ ব্যাপারে সন্দিহান করে তুলছে।
দেশটির সংবিধানে কোন ব্যক্তি তিনবার রাষ্ট্র প্রধানের দায়িত্ব পালন করতে পারবে না।
বিরোধী দল নির্বাচন বয়কট করার সত্ত্বেও চূড়ান্ত নির্বাচনী সমাবেশে বিপুল জনসমাগম লক্ষ্য করা গেছে।
আজিজ বিরোধী নেতৃবৃন্দকে ‘ভিলেন’ ও ‘গোলযোগ সৃষ্টিকারী’ হিসেবে আখ্যায়িত করেছেন।
তিনি কয়েকজন বিরোধী নেতাকে ‘বিপজ্জনক ইসলামী চরমপন্থী, কট্টরপন্থী’ হিসেবে আখ্যায়িত করে এরা দেশরের উন্নয়নকে রুখে দিতে চায় বলে মন্তব্য করেন।
এ সপ্তাহের গোড়ার দিকে তিনি ‘রাজনৈতিকভাবে ব্যর্থ হলেই অস্ত্র তুলে নেবে’ বলে ইসলামী চরমপন্থীদের বিরুদ্ধে অভিযোগ করেছেন।
তার এই মন্তব্যের কড়া জবাব দেন ইসলামপন্থী দল তেওয়াসুলের নেতা বেমিল ওলুদ মেনসুর।
তিনি বলেন, ‘আজিজ অস্ত্রের জোরে একটি নির্বাচিত সরকারের পতন ঘটিয়ে ক্ষমতা দখল করেছেন। তিনি গণতন্ত্রের কবর দিয়েছেন।’
দীর্ঘদিনের বিরোধী দলীয় নেতা ও গেদারিং ফর ডেমোক্র্যাসি দলের প্রধান আহমেদ ওলুদ দাদ্দাহ স্বৈরতন্ত্রের অবসান ঘটানোর জন্য ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন।