ফিলিপাইনে বন্দুকধারীদের হামলায় ৬ জন নিহত, দম্পতি অপহৃত

478

ম্যানিলা, ১ সেপ্টেম্বর, ২০১৮ (বাসস ডেস্ক): ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় একটি শহরে অজ্ঞাতনামা বন্দুকধারীদের হামলায় ছয় গ্রামবাসী নিহত হয়েছে। ফিলিপিনো এক ব্যবসায়ী দম্পতিকে অপহরণ করার সময় দুষ্কৃতকারীদের কাজে বাধা দিতে গেলে এসব লোক প্রাণ হারায়। শনিবার পুলিশ একথা জানিয়েছে। খবর সিনহুয়ার।
জাম্বোয়াঙ্গা ডেল নর্তি প্রাদেশিক পুলিশের কর্মকর্তা ইদউয়িন ডি ওকাম্পো জানান, শুক্রবার স্থানীয় সময় বিকেল পাঁচটার দিকে প্রদেশটির সিরাওয়াই শহরের উপকূলীয় গ্রামের ওই দম্পতির বাড়িতে বন্দুকধারীরা ঢুকে পড়ে এবং তাদেরকে জোরপূর্বক তুলে নিয়ে যায়।
ডি ওকাম্পো জানান, ঘটনার সময় এক প্রতিবেশী তাদেরকে উদ্ধারে এগিয়ে আসলে অপহরণকারীদের গুলিতে সে নিহত হয়। লোকটি সামরিক বাহিনীর মিলিশিয়া ফোর্সের সদস্য ছিল। এছাড়া আরো পাঁচ গ্রামবাসী গুলিবিদ্ধ হয়ে মারা যায়।
পুলিশ কর্মকর্তা জানান, এ সময় ক্রসফায়ারে এক শিশুও আহত হয়েছে।
ডি ওকাম্পো জানান, অপহৃত এ দম্পতিকে উদ্ধারে অভিযান শুরু করা হয়েছে।
পুলিশ জানায়, চলতি বছরে সিরাওয়াই শহরে এটি ছিল দ্বিতীয় অপহরণের ঘটনা। এ বছরের গোড়ার দিকে শহরটিতে একই পরিবারের ছয়জনকে অপহরণ করা হয়েছিল। পরে তাদেরকে সুলু প্রদেশ থেকে উদ্ধার করা হয়।