বাসস ক্রীড়া-১০ : মড্রিচের কাছে উয়েফা সেরার পুরস্কার হাতছাড়া হওয়ায় ক্ষুব্ধ রোনালদো

402

বাসস ক্রীড়া-১০
ফুটবল-উয়েফা-রোনালদো
মড্রিচের কাছে উয়েফা সেরার পুরস্কার হাতছাড়া হওয়ায় ক্ষুব্ধ রোনালদো
মিলান, ৩১ আগস্ট ২০১৮ (বাসস/এএফপি) : ক্রোয়েশিয় তারকা লুকা মড্রিচের কাছে বর্ষ সেরার পুরস্কার হাতছাড়া করায় ক্ষুব্ধ হয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তার জুভেন্টাস কোচ মাসিমিলিয়ানো আলেগ্রি শুক্রবার এ কথা বলেছেন।
বৃহস্পতিবার মোনাকোয় অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স লীগের ড্র অনুণ্ঠানে রিয়াল মাদ্রিদ ও ক্রোয়েশিয় তারকা মড্রিচ সাবেক সতীর্থ রোনালদো ও লিভারপুল তারকা মোহাম্মদ সালাহকে হারিয়ে জিতে নেন উয়েফা সেরার পুরস্কার।
আলেগ্রি বলেন, ‘গতকাল তিনি খুবই ক্ষুব্ধ ছিলেন। ক্ষুব্ধ হওয়াটাই স্বাভাবিক। চ্যাম্পিয়ন্স লীগে তিনি করেছেন ১৫ গোল। রিয়াল সতীর্থদের নিয়ে জয় করেছেন চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা। তিনি ধারাবাহিক শিরোপা জয়ের একটি মানষিকতার প্রমাণ দিয়েছেন। এখনো কঠোর পরিশ্রম করছেন এবং বর্তমানেও বিশ্ব সেরা। ব্যক্তিগত পছন্দের কারণে মড্রিচকে ভোটাররা ভোট দিয়েছেন। তবে এটির প্রতি অবশ্যই তাকে সম্মান দেখাতে হবে।’
বাসস/এএফপি/এমএইচসি/২০১৫/-স্বব