বাসস দেশ-১৭ : সাবেক প্রতিমন্ত্রী নূরজাহান মুরশিদের ১৫তম মৃত্যুবার্ষিকী কাল

413

বাসস দেশ-১৭
নূরজাহান-মৃত্যুবার্ষিকী
সাবেক প্রতিমন্ত্রী নূরজাহান মুরশিদের ১৫তম মৃত্যুবার্ষিকী কাল
ঢাকা, ৩১ আগস্ট, ২০১৮ (বাসস) : বিশিষ্ট রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক প্রতিমন্ত্রী নূরজাহান মুরশিদের ১৫তম মৃত্যুবার্ষিকী আগামীকাল শনিবার।
২০০৩ সালের ১ সেপ্টেম্বর তিনি ইন্তেকাল করেন।
এই মহিয়সী নারীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামীকাল সকাল ১১টায় মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ, দো’আ ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হবে। প্রয়াতের পরিবারের সদস্যদের পক্ষ থেকে সকলকে এ কর্মসূচিতে অংশগ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
নূরজাহান মুরশিদ নারী জাগরণের বিশিষ্ট নেত্রী, সাবেক প্রাদেশিক পরিষদ ও সাবেক সংসদ সদস্য, স্বাধীন বাংলাদেশের স্বাস্থ্য ও সমাজকল্যাণ মন্ত্রী ছিলেন।
আজীবন গণতন্ত্রমনা এবং অসাম্প্রদায়িক নূরজাহান মুরশিদ ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে তৎকালীন পাকিস্তানে আইয়ুবের সামরিক শাসন বিরোধী রাজনৈতিক অভিযাত্রায়, সংগ্রামে, আন্দোলনে এবং মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
বাসস/সবি/এমএন/১৮৩৭/আরজি