বায়ার্ন জুনিয়র্সের কোচ হচ্ছেন বিশ্বকাপ তারকা ক্লোসা

377

বার্লিন, ১৮ এপ্রিল ২০১৮ (বাসস) : আগামী মৌসুমে বায়ার্ন মিউনিখের অনুর্ধ্ব-১৭ দলের কোচ হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা সাবেক জার্মান স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসা। বেভারিয়ান জায়ান্টদের পক্ষ থেকে এই ইঙ্গিত পাওয়া গেছে।
৩৯ বছর বয়সী ক্লোসা ২০১৪ সালে জার্মানীকে বিশ্বকাপ শিরোপা উপহার দেবার পরপরই আন্তর্জাতিক অঙ্গন থেকে অবসরের ঘোষনা দেন। ক্যারিয়ারে চারটি বিশ্বকাপ খেলে তিনি সর্বোচ্চ ১৬ গোল করেছেন। ব্রাজিলিয়ান তারকা রোনাল্ডোর তুলনায় যা এক গোল বেশী।
জার্মান জাতীয় দলের কোচ জোয়াকিম লো’র ব্যাক-রুম স্টাফ হিসেবে কাজ করেছেন ক্লোসা। আগামী মৌসুমে নিজের সাবেক ক্লাব বায়ার্নের জুনিয়র একাডেমী দলের কোচ হিসেবে কোচিং ক্যারিয়ার শুরু করতে যাচ্ছেন। এ সম্পর্কে বায়ার্ন স্পোর্টস পরিচালক হাসান সালিহামিজিক বলেছেন, আমাদের মধ্যে ফলপ্রসু আলোচনা হয়েছে। আশা করা যাচ্ছে আগামী মৌসুমে আমরা তাকে পাব।
এদিকে জার্মানীর জনপ্রিয় ক্রীড়া ম্যাগাজিন স্পোর্টস বিল্ড ক্লোসাকে বায়ার্নের অনুর্ধ্ব-১৭ দলের কোচ হিসেবে নিয়োগ সংক্রান্ত তথ্যও প্রকাশ করেছে।
বায়ার্নের হয়ে ক্লোসা ২০০৭-২০১১ সাল পর্যন্ত খেলেছেন। ২০০১-১৪ সাল পর্যন্ত জার্মান জাতীয় দলের জার্সি গায়ে ১৩৭টি আন্তর্জাতিক ম্যাচে সর্বকালের সর্বোচ্চ ৭১টি গোল করেছেন।