ঢাবি কলা অনুষদে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী পালিত

355

ঢাকা, ৩১ আগস্ট, ২০১৮ (বাসস) : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় কলা অনুষদের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়।
এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থভিত্তিক উন্মুক্ত এক কুইজ প্রতিযোগিতা এবং বঙ্গবন্ধুর জীবনালেখ্যভিত্তিক লোক নাট্য পরিবেশনায় ‘মুজিব মানে মুক্তি’ নাটক মঞ্চস্থ হয়েছে।
কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ।