জুরাছড়িতে বেকার ও দরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন ও গাভী বিতরণ

188

রাঙ্গামাটি, ১০ মে, ২০২১ (বাসস) : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে রাঙ্গামাটির জুরাছড়িতে প্রশিক্ষণপ্রাপ্ত বেকার ও দরিদ্র নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন ও গাভী বিতরণ করা হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০টায় জুরাছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে বেকার ও দরিদ্র নারীদের সেলাই মেশিন, গাভী ও ছাগল বিতরণ করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য প্রবর্তক চাকমা।
এসময় রাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা, জুরাছড়ি উপজেলার অফিসার ইনচার্জ শফিউল আজমসহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে জুরাছড়ি উপজেলায় প্রশিক্ষণপ্রাপ্ত বেকার নারীদের মাঝে ৮০টি সেলাই মেশিন, ১০টি গাভী বিতরণ করা হয়।
এ ছাড়া এ প্রকল্পের আওতায় বেকার নারীদের মাঝে আরো ১১টি ছাগল বিতরণ করা হবে বলে জানান জেলা পরিষদের সাবেক সদস্য ও আওয়ামী লীগ নেতা জ্ঞানেন্দু বিকাশ চাকমা।