নববর্ষ উপলক্ষে মিয়ানমারে সাড়ে আট হাজার বন্দীর মুক্তি

327

ইয়াঙ্গুন, ১৭ এপ্রিল, ২০১৮ (বাসস) : মিয়ানমারের প্রেসিডেন্ট মঙ্গলবার সাড়ে আট হাজারেরও বেশি বন্দীকে মুক্তি দেয়ার ঘোষণা দিয়েছেন। এদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক রাজনৈতিক বন্দীও রয়েছে।
দেশটির ঐতিহ্যবাহী নববর্ষ উপলক্ষে বার্ষিক ক্ষমার অংশ হিসেবে এসব বন্দীকে মুক্তি দেয়া হচ্ছে।
গতমাসে দায়িত্ব নেয়া প্রেসিডেন্ট উইন মিন্ত বলেন, নতুন বছর থিংইয়ান উপলক্ষে এসব বন্দীকে মানবিক বিবেচনায় মুক্তি দেয়া হচ্ছে।
মিয়ানমারে নতুন বছরকে থিংইয়ান বলা হয়।
বিশেষ ক্ষমার আওতায় যারা মুক্তি পাচ্ছেন তাদের অধিকাংশই মাদক অপরাধী, ৫০ জন বিদেশী এবং ৩৬ জন রাজনৈতিক বন্দী রয়েছে।
দেশটিতে জান্তা সরকারের পাঁচ দশকের বর্বর শাসন শেষে ২০১১ সাল থেকে হাজার হাজার বন্দীকে মুক্তি দেয়া হয়।
এছাড়া ২০১৬ সালে অং সান সুকির নেতৃত্বে বেসামরিক সরকার ক্ষমতায় আসার পর পরই শত শত রাজনৈতিক বন্দীকে মুক্তি দেয়া হয়েছে।