মধ্যবর্তী নির্বাচনকে ঘিরে সহিংসতার আশঙ্কা ট্রাম্পের

407

ওয়াশিংটন, ৩০ আগস্ট, ২০১৮ (বাসস ডেস্ক) : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার দেশটিতে আসন্ন মধ্যবর্তী নির্বাচনকে ঘিরে সহিংতার আশঙ্কা প্রকাশ করেছেন।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
রিপাবলিকানরা কংগ্রেসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সহিংস পরিবর্তনের আশঙ্কা রয়েছে বলে সতর্ক করার কয়েকদিন পর এ মন্তব্য করলেন।
তিনি ‘অপ্রয়োজনীয়’ অস্থিরতা চান না বলে জানান।
সোমবার কেন তিনি আশঙ্কা করছেন যে নভেম্বরের নির্বাচনকে ঘিরে সহিংসতা হতে পারে- এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘কারণ পরিস্থিতি সেদিকেই যাচ্ছে।’
তিনি আরো বলেন, ‘শুধু বিশ্বব্যাপীই নয়, বরং এদেশেও ব্যাপক অপ্রয়োজনীয় সহিংসতা হচ্ছে। আমি এটা চাই না।’
হোয়াইট হাউসে ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠককালে ট্রাম্প বলেছিলেন, রিপাবলিকান পার্টি হেরে গেলে তার রক্ষণশীল এজেন্ডা ঝুঁকির মধ্যে পড়ে যাবে।
টাইমস ওই বৈঠকের একটি অডিও টেপের বরাত দিয়ে একথা জানিয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘ডেমোক্র্যাটরা জিততে পারলে আমি যা করেছিলাম তারা এর সবকিছু পাল্টে দেবে। তারা খুব দ্রুত ও সহিংস উপায়ে এগুলো করবে।’
তিনি আরো বলেন, ‘তারা ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গেই আমার করা সবকিছু শেষ করে দেবে।’