বাসস দেশ-২৪ : ডিএসসিইতে উদ্যোক্তা সৃষ্টির ওপর সেমিনার

305

বাসস দেশ-২৪
ডিএসসিই-সেমিনার
ডিএসসিইতে উদ্যোক্তা সৃষ্টির ওপর সেমিনার
ঢাকা, ২৯ আগস্ট, ২০১৮ (বাসস) : ঢাকা স্কুল অব ইকনোমিকসের (ডিএসসিই) মাষ্টার্স ইন এন্ট্রিপিউনারশীপ ইকনোমিক্স প্রোগ্রাম সম্প্রতি উদ্যোক্তা ও কর্মস্পৃহ মানবসম্পদ তৈরির বিষয়ে সেমিনারের আয়োজন করে।এতে ডিএসসিই গভর্ণিং কাউন্সিলের চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ প্রধান অতিথি ছিলেন।
অনুষ্ঠানের সমন্বয়ক ছিলেন উদ্যোক্তা তৈরি বিশেষজ্ঞ প্রফেসর ড. মুহাম্মদ মাহবুব আলী।
খলীকুজ্জমান আহমদ মাষ্টার্স ইন এন্ট্রিপিউনারশীপ ইকনোমিক্স প্রোগ্রামের উদ্যোগের প্রশংসা করে বলেন,স্বয়ং সম্পূর্ণ মানব সম্পদ তৈরির জন্য ডিএসসিইর প্রোগ্রামটি নিবিড়ভাবে পরিচালিত হলে দেশের উন্নয়ন অব্যাহত থাকবে।
প্রফেসর মাহবুব আলী দেশের টেকসই অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে উদ্যোক্তা ও দক্ষ মানব সম্পদ তৈরির ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে ভারতের এমটিসি গ্লোবালের সভাপতি প্রফেসর ড. ভোলানাথ দত্ত, ডিএসসিইর অধ্যাপক ড. জাহেদা আহমদ ও রেহানা পারভীন বক্তব্য রাখেন।
বাসস/আরআই/১৯৪৫/এবিএইচ