পীরগঞ্জে ভিজিডি চাল বিতরণ

314

রংপুর, ২৮ এপ্রিল, ২০২১ (বাসস) : জেলার পীরগঞ্জ উপজেলায় চলতি এপ্রিল মাসের ভিজিডি চাল বিতরণ আরাম্ভ হয়েছে। উপজেলার ১৫টি ইউনিয়নের ৩১৫৩জন সুবিধাভোগির মাঝে ওই চাল বিতরণ করা হচ্ছে।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরেশ কাওসার জাহান জানান, লকডাইনের কারণে দুস্থ মানুষের খাদ্য সহায়তায় ১৩ এপ্রিল ডিও ছাড় দেয়া হয়। স্ব স্ব ইউনিয়নের চেযারম্যানগণ ১৯ এপ্রিল থেকে বিতরণ আরাম্ভ করেছেন । এ বছর মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের মাধ্যমে দুস্থ মহিলা কর্মসূিচ ভিজিডির আওতায় পীরগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়নে ৩১৫৩জন দুস্থ মহিলা প্রতিমাসে ৩০ কেজি করে চাল খাদ্য সহায়তা পাচ্ছেন। চলতি বছরের জানুয়ারি থেকে ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত ২৪ মাস ব্যাপী ৩০ কেজি হারে খাদ্য সহায়তার পাশাপাশি ওই সকল সুবিধাভোগিদের জীবন দক্ষতা মূলক প্রশিক্ষণ প্রদান করা হবে।
বরাদ্দমতে ০১ নং চৈত্রকোল ইউনিয়নে ১৮৬জন, ০২ নং ভেন্ডাবাড়ী ইউনিয়নে ১৭৭জন, ০৩ নং বড়দরগাহ ইউনিয়নে ২২৪জন, ০৪ নং কুমেদপুর ইউনিয়নে ১৯৫জন, ০৫ নং মদনখালি ইউনিয়নে ১৯৮জন, ০৬ নং টুকুরিয়া ইউনিয়নে ১৭৪জন, ০৭ নং বড় আলমপুর ইউনিয়নে ১৭৫জন, ০৮ নং রায়পুর ইউনিয়নে ১৮১ জন, ০৯ নং পীরগঞ্জ ইউনিয়নে ২৫৭জন, ১০ নং শানের হাট ইউনিয়নে ২১৬ জন, ১১ নং পাঁছগাছি ইউনিয়নে ২০২জন, ১২ নং মিঠিপুর ইউনিয়নে ২৪০জন, ১৩ নং রামনাথপুর ইউনিয়নে ২৬৬জন, ১৪ নং চতরা ইউনিয়নে ২১৮জন ও ১৫ নং কাবিলপুর ইউনিয়নে ২৪৪ জন ভিজিডিভোগী রয়েছে।