বাজিস-৯ : খাগড়াছড়িতে বনে বসবাসকারীদের অর্থ প্রদান

317

বাজিস-৯
খাগড়াছড়ি- অর্থ প্রদান
খাগড়াছড়িতে বনে বসবাসকারীদের অর্থ প্রদান
খাগড়াছড়ি, ২৮ আগস্ট ২০১৮ (বাসস) : জেলার দীঘিনালা উপজেলার বাবুছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৬টি মৌজা বনে বসবাসকারীদের মাঝে অনুদানের অর্থ প্রদান করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা প্রধান অতিথি হিসেবে এ অনুদানের টাকা বিতরণ করেন।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ও দাতা সংস্থা ইউএনডিপির সহায়তায় পার্বত্য চট্টগ্রামের পরিবেশ সুরক্ষায় মৌজা বন থেকে জীবিকা নির্বাহকারীদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষে এ অনুদানের অর্থ প্রদান করা হয়। এসময় বন্য প্রাণী শিকার, বাঁশ ও বেত আহরণ ও পাহাড়ী ছড়া থেকে বালি ও পাথর উত্তোলন থেকে মৌজা বনে বসবাসকারীদের বিরত থাকার অনুরোধ জানানো হয়।
দীঘিনালা উপজেলার ৬টি মৌজা বনের ১৬টি গ্রামের ১১৯৭ পরিবারের মাঝে নগদ ৭ হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়েছে।
অর্থ প্রদান অনুষ্ঠানে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরীসহ স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান কার্বারীরা উপস্থিত ছিলেন।
বাসস/সংবাদদাতা/১৯৪১/মরপা