ম্যাচ ফিক্সিং প্রস্তাব সম্পর্কে খেলোয়াড়দের সতর্ক করল শ্রীলংকা ক্রিকেট

380

কলম্বো, ২৮ আগস্ট, ২০১৮ (বাসস/এএফপি) : ঘরোয়া একটি টি-২০ ম্যাচে ‘সন্দেহজনক কয়েক ব্যক্তিকে’ মাঠ থেকে বের করে দেয়ার পর শ্রীলংকা ক্রিকেটের (এসএলসি) কর্তা ব্যক্তিরা আজ মঙ্গলবার নতুন করে ম্যাচ ফিক্সিং সম্পর্কে সতর্কতা জারি করেছে।
এসএলসির এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানান জুয়াড়িদের কাছ থেকে ম্যাচ পাতানোর যে কোন ধরনের প্রস্তাব পেলে কর্তৃপক্ষকে জানাতে খেলোয়াড়দের সতর্ক করা হয়েছে।
গত শনিবার ডাম্বুলায় শ্রীলংকান লীগের একটি ম্যাচে সন্দেহজনক কয়েক ব্যক্তিকে চিহ্নিত করার পর এ সতর্ক বার্তা জারি করা হয়েছে।
ঐ কর্মকর্তা বলেন, ‘তাদেরকে দেখতে ভারতীয় উপমহাদেশের মত মনে হয়েছে। স্টেডিয়ামে তাদের বারবার মোবাইল ফোন ব্যবহার করতে দেখে সন্দেহ হয় এবং তাদেরকে বাইরে চলে যেতে বলা হয়।’
বোর্ডের দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, এসএলসির টি-২০ ম্যাচে এবং টিম হোটেলে দুর্নীতি বিরোধী পদক্ষেপ নেয়া হয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়, ‘সন্দেহজনক কোন ব্যক্তির কাছ থেকে কোন প্রকার প্রস্তাব পেলে তাৎক্ষণিকভাবে তা টুর্নামেন্টে অংশ নেয়া টিম ম্যানেজার ও খেলোয়াড়দেরকে শ্রীলংকা কিক্রকেটকে জানাতে বলা হয়েছে।’