ভারত ও পাকিস্তান থেকে ৩০ দিনের জন্য যাত্রীবাহী ফ্লাইট নিষিদ্ধ করেছে কানাডা

272

অটোয়া, ২৩ এপ্রিল, ২০২১ (বাসস ডেস্ক) : কানাডা বৃহস্পতিবার ৩০ দিনের জন্য ভারত ও পাকিস্তান থেকে সকল যাত্রীবাহী ফ্লাইট স্থগিত করেছে। এ দু’টি দেশ থেকে আসা ভ্রমণকারীদের কোভিড-১৯ সংক্রমণ সনাক্তের হার বেড়ে যাওয়ার কথা উল্লেখ করে পরিবহণ মন্ত্রী ওমার আলগাব্রা ফ্লাইট নিষিদ্ধের এমন ঘোষণা দেন। খবর এএফপি’র।
আলগাব্রা এক সংবাদ সম্মেলনে বলেন, ‘ভারত ও পাকিস্তান থেকে আসা বিমান যাত্রীদের মধ্যে কোভিড-১৯ সংক্রমণ সনাক্তের উচ্চ হারের কারণে আমি ৩০ দিনের জন্য ভারত ও পাকিস্তান থেকে কানাডায় আসা সকল বাণিজ্যিক ও প্রাইভেট যাত্রীবাহী ফ্লাইট স্থগিত করেছি।’
এ পদক্ষেপ ইস্টার্ন সময় বৃহস্পতিবার রাত ১১:৩০ টায় (গ্রিনিচ মান সময় ০৩৩০ টা) কার্যকর করা হবে।