বাসস ক্রীড়া-৪ : ইউরো ২০২০’এ নিষেধাজ্ঞার হুমকিতে থাকা খেলোয়াড়দের তালিকা

78

বাসস ক্রীড়া-৪
ফুটবল-উয়েফা
ইউরো ২০২০’এ নিষেধাজ্ঞার হুমকিতে থাকা খেলোয়াড়দের তালিকা
প্যারিস, ২০ এপ্রিল ২০২১ (বাসস) : ইউরোপের শীর্ষ ১২টি ক্লাব নিয়ে ছদ্মবেশী সুপার লিগ আয়োজনের ঘোষণা এসেছে যা নিয়ে ইতোমধ্যেই ফুটলের সর্বোচ্চ সংস্থাগুলোসহ পুরো ফুটবল বিশে^ই ব্যাপক সমালোচনা ঝড় তুলেছে।
উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফেরিন হুমকি দিয়েছেন প্রস্তাবিত সুপার লিগে যে ক্লাব বা খেলোয়াড়ই জড়িত থাকবে তাদেরকে বিশ^কাপসহ সব ধরনের প্রতিযোগিতায় থেকে যত দ্রুত সম্ভব নিষিদ্ধ করা হবে।
এতে করে আসন্ন ইউরো চ্যাম্পিয়নশীপ থেকে নিষিদ্ধ হতে পারেন প্রায় সব তারকা খেলোয়াড়ই। নিষেধাজ্ঞার খরায় থাকায় বিভিন্ন ক্লাবের খেলোয়াড়দের তালিকা এখানে সংযুক্ত করা হলো :
লিভারপুল : ভার্জিল ফন ডিক, ওজান কাবাক, এ্যান্ড্র রবার্টসন, ট্রেন্ট আলেক্সান্দার-আর্নল্ড, নিকো উইলিয়ামস, জর্জিনিও উইজনালডার, থিয়াগো আলচানতারা, জর্ডান হেন্ডারসন, দিয়োগো জোতা, জিহার্দান শাকিরি, ডিভোক ওরিগি।
ম্যানচেস্টার সিটি : রুবেন ডিয়াস, অমারিক লাপোর্তে, নাথান আকে, জন স্টোনস, এরিক গার্সিয়া, বেঞ্জামিন মেন্ডি, ওলেক্সান্দ্রা জিনচেনকো, হুয়াও ক্যান্সেলো, কাইল ওয়াকার, রড্রি, ফিল ফোডেন, ইকে গুনডোগান, কেভিন ডি ব্রুইনা, বার্নার্ডো সিলভা, রাহিম স্টার্লিং, ফেরাস টোরেস।
ম্যানচেস্টার ইউনাইটেড : ডেভিড ডি গিয়া, ডিন হেন্ডারসন, হ্যারি ম্যাগুয়েওে, ভিক্টও লিন্ডেলফ, লুক শ, পল পগবা, ডনি ফন ডি বিক, স্কট ম্যাকটোমিনে, ব্রুনো ফার্নান্দেস, মার্কোস রাশফোর্ড, ড্যানিয়েল জেমস, ম্যাসন গ্রীনউড, এ্যান্থনি মার্শাল।
আর্সেনাল : বার্নাড লেনো, ডেয়ান ইলেয়েভ , কিয়েরান টিয়ারনি, হেক্টর বেলেরিন, সেডরিক সোরেস, গ্রানিত জাকা, ডানি সেবালোস, বুকায়ো সাকা, আলেক্সান্দ্রে লাকাজেত্তে।
চেলসি : কেপা আরিজাবালাগা, কার্ট জুমা, আন্দ্রেস ক্রিস্টেনসেন, এন্টোরিও রুডিগার, বেন চিলওয়েল, রিস জেমস, এমারসন, জর্জিনহো, এন’গোলো কান্টে, মাতেও কোভাচিচ, কেই হাভার্টজ, ম্যাসন মাউন্ট, ক্যালুম হাডসন-ওডুই, টিমো ওয়ার্নার, টামি আব্রাহাম, অলিভার গিরুদ।
টটেনহ্যাম : হুগো লোরিস, টবি অল্ডারউইরাল্ড, সার্জিও রেগুইলন, এরিক ডায়ার, জো রনডন, হ্যারি উইঙ্কস, বেন ডেভিস, টানগাই এনডোম্বেলে, মৌসা সিসোকো, পিয়েরে-এমিলে হোজবার্গ, ডেলে আলি, স্টিভেন বারগুইন, হ্যারি কেন, গ্যারেথ বেল।
বার্সেলোনা : লিওনেল মেসি, মার্ক আন্দ্রে টার স্টেগান, ক্লেমেন্ট ল্যাঙ্গেল্ট, জর্ডি আলবা, সার্জি রবার্তো, ফ্রেংকি ডি জং, সার্জিও বাসকুয়েট, পেড্রি, আনসু ফাতি, ওসমানে ডেম্বেলে, ট্রিনকা, আঁতোয়ান গ্রীজম্যান, মার্টিন ব্রেথওয়েইট।
রিয়াল মাদ্রিদ : থিবো কোর্তোয়া, আন্দ্রি লুনিন, রাফায়েল ভারানে, সার্জিও রামোস, ফারলান্ড মেন্ডি, ডানি কারভাহাল, টনি ক্রুস, লুকা মড্রিচ, এডেন হ্যাজার্ড, মার্কো এ্যাসেনসিও।
এ্যাথলেটিকো মাদ্রিদ : ইভো গ্রাবিচ, কিয়েরান ট্রিপিয়ার, সিমে ভ্রাসালকো, মার্কোস লোরেন্টে, কোক, ইয়ানিক কারাসকো, থমাস লেমার, হুয়াও ফেলিক্স।
জুভেন্টাস : ওজিচিয়েচ সিজিসনি, মাথিয়াস ডি লিট, মেরি ডেমিরাল, লিওনার্দো বনুচ্চি, গিওর্গিও চিয়েলিনি, আদ্রিয়েন রাবোয়িত, এ্যারন রামসে, ক্রিস্টিয়ানো রোনাল্ডো, ফেডেরিকো চিয়েসা, ফেডেরিকো বার্নারডেশী, ডিয়ান কুলুসেভিস্কি, আলভারো মোরাতা।
এসি মিলান : গিয়ানলুইগি ডোনারুমা, আলেসিও রোমাগনোলি, সাইমন কায়ের, ডেভিড কালাব্রিয়া, সান্দ্রো টোনালি, হাকান কালহানোগ্লু, আন্তে রেবিচ, জøাটানা ইব্রাহিমোভিচ, এ্যালেক্সিস সায়েলেমেকার্স।
ইন্টার মিলান : স্টিফান ডি ভ্রিজ, মিলান স্ক্রিনিয়ার, আলেহান্দ্রো বাস্তোনি, ডানিলো ডি’এম্ব্রোসিও, মার্সেলো ব্রোজোভিচ, নিকোলো বারেলা, স্টিফানো সেন্সি, ক্রিস্টিয়ান এরিকসেন, ইভান পেরিসিচ, রোমেলু লুকাকু।
বাসস/নীহা/১৪৩৫/স্বব