বাজিস-১ : জয়পুরহাটে পুরানাপৈল ইউপি ভবন উদ্বোধনের অপেক্ষায়

314

বাজিস-১
জয়পুরহাট-ইউপি ভবন
জয়পুরহাটে পুরানাপৈল ইউপি ভবন উদ্বোধনের অপেক্ষায়
জয়পুরহাট, ২৮ আগস্ট, ২০১৮ (বাসস) : প্রায় এক কোটি টাকা ব্যয়ে অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্বলিত পুরানাপৈল ইউনিয়ন পরিষদের নবনির্মিত ভবন আগামী ১ সেপ্টেম্বর উদ্বোধন করা হবে।
পুরানাপৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম জানান, দীর্ঘদিন ধরে পুরানাপৈল বাজারের ভেতরে একটি পুরনো ভবনে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল। এতে নানা সমস্যায় পড়তে হতো। বর্তমান উন্নয়ন মুখী সরকারের সহায়তায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর নতুন ভবনের নির্মাণ কাজ সমাপ্ত করেন। সোলার প্যানেলসহ অত্যাধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত এ ভবন নির্মাণে প্রায় এক কোটি টাকা ব্যয় হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপন প্রধান অতিথি হিসেবে আগামী ১ সেপ্টেম্বর পুরানাপৈল ইউনিয়নের নবনির্মিত ভবনের উদ্বোধন করবেন। এ উপলক্ষে এক সুধি সমাবেশের আয়োজন করা হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ হোসন, পুলিশ সুপার মো. রশীদুল হাসান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোস্তাক হোসেন জোয়ার্দ্দারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন বলে আশা করা যাচ্ছে। জয়পুরহাট সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল আলীম অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। অনুষ্ঠানে গুণীজন ও কৃতী শিক্ষার্থী সম্মাননাও প্রদান করা হবে বলে জানান, পুরানাপৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম ।
বাসস/সংবাদদাতা/রশিদ/০৯২০/নূসী