বাসস দেশ-১৪ : চট্টগ্রামের ত্রিপুরা পল্লীর ৩ শিশুকে বিআইটিআইডিতে স্থানান্তর

283

বাসস দেশ-১৪
শিশু – স্থানান্তর
চট্টগ্রামের ত্রিপুরা পল্লীর ৩ শিশুকে বিআইটিআইডিতে স্থানান্তর
চট্টগ্রাম, ২৭ আগস্ট, ২০১৮ (বাসস) : চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ত্রিপুরা পল্লীতে অজ্ঞাত রোগে চার শিশুর মৃতুর পর আক্রান্ত তিন শিশুকে উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশ ইন্সটিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজে (বিআইটিআইডি) স্থানান্তর করা হয়েছে।
রোববার রাতেই এই তিন শিশুকে উন্নত চিকিৎসার জন্য ফৌজদারহাটের এ হাসপাতালে ভর্তি করা হয়।
হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু সৈয়দ মো. ইমতিয়াজ হোসেন জানান, হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ত্রিপুরা পল্লীর ২২ জনের মধ্যে বাকি ১৯ শিশুর শারীরিক অবস্থা উন্নতির দিকে। আক্রান্তদের শরীরে জ্বরের পাশাপাশি শ্বাসকষ্ট এবং র‌্যাশের চিহ্ন রয়েছে। এছাড়া তারা পুষ্টিহীনতায় ভুগছে বলেও জানান তিনি।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকী জানান, ঢাকা থেকে আইইডিসিআরবি’র চার সদস্যের গবেষক দল হাটহাজারী এসেছেন। তাদের রক্তের নমুনা সংগ্রহ ও সামগ্রিক অবস্থা পর্যবেক্ষণের কথা রয়েছে।
বাসস/ডিবি/জেডআরএম/১৮৫০/এএএ