বাসস ক্রীড়া-৭ : ‘রোনালদো না থাকলেও কোন সমস্যা দেখছেন না রিয়াল কোচ লোপেতেগুই

279

বাসস ক্রীড়া-৭
ফুটবল-স্পেন-রিয়াল মাদ্রিদ
‘রোনালদো না থাকলেও কোন সমস্যা দেখছেন না রিয়াল কোচ লোপেতেগুই
মাদ্রিদ, ২৭ আগস্ট, ২০১৮ (বাসস/এএফপি) : গত রোববার লা লীগায় জিরোনার বিপক্ষে পিছিয়ে পড়ার পরও ৪-১ গোলে জয়লাভের পর রিয়াল মাদ্রিদের নবনিযুক্ত কোচ জুলেন লোপেতেগুই বলেছেন ‘চাপের মধ্যেও শান্ত থাকতে হবে।’ অতীতে দলের হয়ে গোল করতেন বিশ্ব সেরা স্ট্রাইকার ক্রিস্টিয়ানো রোনালদো। তবে এখন তিনি না থাকার পরও গোল আসছে।
লা লীগার নতুন মৌসুমের দ্বিতীয় ম্যাচে ইউরো চ্যাম্পিয়নদের টানা জয়ে গোল করে ভূমিকা রেখেছেন করিম বেনজেমা, সার্জিও রামোস এবং ওয়েলস তারকা গ্যারেথ বেল। এর ফলে ম্যাচ থেকে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ।
স্প্যানিশ টেলিভিশন চ্যানেল মুভিস্টারকে লোপেতেগুই বলেন, ‘দুটি ম্যাচই ছিল বেশ কঠিন। জিরোনা বেশ গোছানো খেলা উপহার দিয়েছে। তারা ভাল সূচনা করেছে এবং শুরুতেই গোল করে লীডও নিয়ে নেয়। চেষ্টা ছিল আরেকটি জয়ের। এরপর আমরা দুটি পেনাল্টি পেয়ে যাই। এটি আমাদের পাওনা ছিল। কারণ আমরা জয়ের জন্যই খেলছিলাম এবং সুযোগগুলো বাঁধাগ্রস্ত হয়েছে।’
২০১৮ রাশিয়া বিশ্বকাপ শুরুর আগমুহূর্তে বরখাস্ত হওয়া স্পেন জাতীয় দলের এই সাবেক কোচ বলেন, ‘চাপে পড়ার পরও আমরা শান্ত ছিলাম এবং দ্বিতীয়ার্ধে আমরা যথেষ্ট ভাল খেলেছি। যে কারণে জয়টি আমাদের প্রাপ্য ছিল। আক্রমণভাগে আমাদের বেশ গতি ছিল। কারণ আক্রমণের জন্য আমরা মুখিয়ে ছিলাম।’
রিয়াল কোচ বলেন, ‘আমরা একদিকে যেমন স্বচ্ছ ছিলাম, তেমনি বেশ শান্ত ছিলাম। যে কারণে গোলের প্রচুর সুযোগ পেয়েছি। যখন আমরা সেভাবে খেলতে লাগলাম তখন দলটি এগিয়ে যেতে থাকল। এভাবেই আমরা গোল পেতে শুরু করলাম। এবার দলের হয়ে গোল করেছেন গ্যারেথ, করিম ও সার্জিও। তবে কে গোল করল সেটি আমাদের কাছে বিবেচ্য নয়। গোল পাওয়াটাই আসল।’
পর্তুগাল সুপার স্টার রোনালদোর বিদায়ের পর রিয়াল এখনো তার পরিবর্তিত হিসেবে কাউকে দলভুক্ত করেনি। গত জুলাইয়ে জুভেন্টাসে যোগ দেয়ার আগে রিয়ালের হয়ে নয়টি মৌসুম কাটিয়েছেন তিনি। এ সময় ৪৩৮টি ম্যাচে অংশ নিয়ে গোল করেছে ৪৫০টি।
ম্যাচে লোপেতেগুই সাইডলাইনে বসিয়ে রেখেছিলেন বিশ্বকাপ ফাইনালের তারকা লুকা মড্রিচ ও রাফায়েল ভেরোনাকে। লেফট ব্যাক মার্সেলোকেও এক ঘন্টার মত পর্যবেক্ষকের ভুমিকায় রেখেছেন তিনি। স্প্যানিশ দৈনিক মার্সা বলেছে, ‘লোপেতেগুই প্রমাণ করেছেন তিনি সামর্থ্যবান, এবং দলের প্রয়োজনে কোন অপ্রিয় সিদ্ধান্ত গ্রহণে ভয় পান না।’
চেলসি থেকে যোগ দেয়া থিবো কোর্তোয়াকে এখনো মাঠে নামাননি তিনি। গ্রীস্মে দলভুক্ত করা জনপ্রিয় তারকাদের মধ্যে কোস্টারিকার কেইলর নাভাস মাঠে নেমে গোল করে নিখাঁদ সূচনা করেছেন।
বাসস/এএফপি/এমএইচসি/১৮৩৫/স্বব