বাসস প্রধানমন্ত্রী-২ : অধ্যাপক শামসুজ্জামান খানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

174

বাসস প্রধানমন্ত্রী-২
প্রধানমন্ত্রী-শোক-শামসুজ্জামান
অধ্যাপক শামসুজ্জামান খানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
ঢাকা, ১৪ এপ্রিল, ২০২১ (বাসস) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলা একাডেমীর বর্তমান সভাপতি ও সাবেক মহাপরিচালক এবং বিশিষ্ট লোক সংস্কৃতি গবেষক অধ্যাপক শামসুজ্জামান খানের মৃত্যুতে গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন।
আজ এক শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘স্বাধীনতা পুরস্কার ও একুশে পদকপ্রাপ্ত গবেষক এবং লেখক তার বিরল গবেষণার মাধ্যমে বাংলাদেশের লোক সংস্কৃতি, ঐতিহ্য এবং সাহিত্যের কথা তুলে ধরেছেন যা ভবিষ্যতে গবেষণা কর্মীদের অনুপ্রেরণা যোগাবে।’
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা এবং আমার দেখা নয়া চীন গ্রন্থের সম্পাদনা ও প্রকাশে তার অবদানের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, ‘শামসুজ্জামান খান তার কাজের দক্ষতার মধ্যদিয়ে স্মরণীয় হয়ে থাকবেন।’
প্রধানমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
বাসস/এএইচজে-অনু-স্বব/২০৩৫/এবিএইচ