ইরানের পরমাণু কেন্দ্রে দুর্ঘটনা ।। হতাহত কিংবা দূষণ ঘটেনি : ফার্স

357

তেহরান, ১১ এপ্রিল, ২০২১ (বাসস ডেস্ক): ইরানের পরমাণু কেন্দ্রে রোববার দুর্ঘটনা ঘটেছে। তবে হতাহত কিংবা দূষণ ঘটেনি। ইরানের পরমাণু সংস্থার মুখপাত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা ফার্স এ খবর জানিয়েছে।
বেহেরুজ কামালভান্দি জানান, নাতাঞ্জ পরমাণু কমপ্লেক্সের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রে এ দুর্ঘটনা ঘটে।
এদিকে এ দুর্ঘটনার একদিন আগে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ এগিয়ে নেয়ার ঘোষণা দেয় যা ২০১৫ সালের পরমাণু চুক্তির লংঘন। ওই মুখপাত্র আরো জানান, দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি। এছাড়া কোন দূষণেরও সৃষ্টি হয়নি। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে এবং বিস্তারিত পরে আরো জানানো হবে বলেও তিনি উল্লেখ করেন।