ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘বিশ্ব অটিজম সচেতনতা দিবস’ পালিত

429

ঢাকা, ৪ এপ্রিল, ২০২১ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘বিশ্ব অটিজম সচেতনতা দিবস’ পালন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশন ডিজঅর্ডারস বিভাগের উদ্যোগে করোনা মহামারির বিবেচনায় বিকল্প গত ২ এপ্রিল শুক্রবার অনলাইন ওয়েবিনারের মাধ্যমে এই আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এবারের প্রতিপাদ্য হচ্ছে, ‘কর্মক্ষেত্রে একীভূতকরণ: মহামারি পরবর্তী বিশ্বের বাধা ও সুযোগসমূহ।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশন ডিজঅর্ডারস বিভাগের চেয়ারপার্সন তাওহিদা জাহানের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপার্সন নাছিমা বেগম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. আনোয়ার উল্লাহ্, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশন ডিজঅর্ডারস বিভাগের অধ্যাপক ড. হাকিম আরিফ ও সহকারি অধ্যাপক সোনিয়া ইসলাম, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. হেলাল উদ্দিন আহমেদ এবং তরী ফাউন্ডেশন ও এসসিজির পরিচালক ড. মারুফা হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন কমিউনিকেশন ডিজঅর্ডারস বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা।
২০০৭ সাল থেকে অটিজম সচেতনতা দিবস পালন শুরু হলে জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক ২ এপ্রিল বিশ্ব অটিজম সচেতনতা দিবস হিসেবে নির্ধারণ করা হয়।