বাসস দেশ-১৭ : ওয়াশিংটন ডিসিতে বাঙালি ফাউন্ডেশনের নৃত্য দলের পরিবেশনা

284

বাসস দেশ-১৭
ওয়াশিংটন-নৃত্যদল
ওয়াশিংটন ডিসিতে বাঙালি ফাউন্ডেশনের নৃত্য দলের পরিবেশনা
ঢাকা, ২৫ আগস্ট, ২০১৮ (বাসস) : ওয়াশিংটন ডিসিতে ডিপার্টমেন্ট অব স্টেট এর সদর দপ্তরে বাংলাদেশী সাংস্কৃতিক দলের প্রতিনিধিত্ব করলো আমরা বাঙালি ফাউন্ডেশনের নৃত্য দল।
আজ ঢাকায় প্রাপ্ত এক খবরে বলা হয়, গত ২৩ আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ডিপার্টমেন্ট অফ স্টেটের সদর দপ্তরের ডিপ্লোম্যাসি সেন্টারে বার্ষিক সাংস্কৃতিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র সরকারের ডিপার্টমেন্ট অফ স্টেট এর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ সাউথ এশিয়ান এফেয়ার্স এলিস জি ওয়েলস। দক্ষিণ এশিয়ার সবগুলো দেশই এতে অংশ নেয় । বাংলাদেশসহ ভারত, শ্রীলংকা, নেপাল, পাকিস্তান
ও আফগানিস্তান তাদের সাংস্কৃতিক ঐতিহ্য মঞ্চে প্রদর্শন করে। আমরা বাঙালি ফাউন্ডেশনের নৃত্য দল বাংলাদেশের ঐতিহ্যবাহী লোকনৃত্য মঞ্চে প্রদর্শন করে। নৃত্যে অংশ নেন নেজা, সুস্মি, ও ফারিবা। কোরিয়গ্রাফার আদ্রিতা ক্যাথরিন জাহাঙ্গীর। অনুষ্ঠান শেষে প্রতিটি দলকে স্টেট ডিপার্টমেন্টের পক্ষ থেকে সার্টিফিকেটসহ ক্রেস্ট প্রদান করা হয়।
বাসস/সবি/আরজি/১৯৩৯/কেজিএ