বাসস দেশ-১৬ : ভাষা সৈনিক শামসুল হক আর নেই

307

বাসস দেশ-১৬
শামসুল হক-ইন্তেকাল
ভাষা সৈনিক শামসুল হক আর নেই
লালমনিরহাট, ২৫ আগস্ট ২০১৮ (বাসস) : ৫২-এর ভাষা সৈনিক ও মুক্তিযোদ্ধা শামসুল হক আর নেই।
শুক্রবার রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৯৩ বছর।
এ আগে বৃহস্পতিবার দুপুরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হলে তাৎক্ষনিকভাবে তাঁকে হাসপাতালে নেয়া হয়।
তিনি মহান ভাষা আন্দোলনে অংশ নিয়ে পুলিশী নির্যাতনের শিকার হয়েছিলেন। মুক্তিযুদ্ধের সফল সংগঠকও ছিলেন। তিনি বাংলাদেশ কমিউনিষ্ট পার্টির নেতা ছিলেন।
তিনি স্ত্রী, চার কন্যা ও তিন পুত্র ও নাতি-নাতনী সহ অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন।
সকল শ্রেণী-পেশার মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য শামসুল হকের লাশ শনিবার দুপুরে রাখা হয়েছিল জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে প্রিয়জনের প্রতি ভালোবাসা আর শ্রদ্ধা নিবেদনের জন্য ঢল নামে মানুষের।
সহযোদ্ধা, রাজনীতিবিদ, সাংবাদিক, সাংস্কৃতিককর্মী, শিক্ষক-ছাত্র, এনজিও প্রতিনিধিসহ সকল পেশার মানুষ পুস্পস্তবক নিবেদন করেন তার মরদেহে।
পরে বিকেলে জেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তার জানাযা অনুষ্ঠিত হয় এবং রাষ্ট্রিয় মর্যাদায় কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।
বাসস/সংবাদদাতা/এমএমবি/১৯৩০/এবিএইচ