বাসস ক্রীড়া-১৩ : আরচ্যারী, শ্যুটিংয়েও হতাশা

343

বাসস ক্রীড়া-১৩
এশিয়ান গেমস
আরচ্যারী, শ্যুটিংয়েও হতাশা
জাকার্তা, ২৫ আগস্ট ২০১৮ (বাসস) : এশিয়ান গেমসে একের পর এক ব্যর্থতার পাল্লা ভারী হচ্ছে বাংলাদেশের। আজ গেমসের অষ্টম দিনে আরচ্যারীর রিকার্ভ দলগত ইভেন্টে হেরেছে বাংলাদেশের পুরুষ ও নারী দল উভয়ই। রিকার্ভ দলগত পুরুষ, নারী দুই বিভাগেই প্রি-কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়েছে লাল-সবুজরা। ৬-২ সেটে পুরুষরা হেরেছে মঙ্গোলিয়ার কাছে। পুরুষ দলের হয়ে কাল তীর হাতে তুলে নিয়েছিলেন ইমদাদুল হক মিলন, ইব্রাহিম শেখ ও রোমান সানা। একই ব্যবধানে নারীদের হার জাপানের বিপক্ষে। নারী দলের হয়ে মাঠে নেমেছিলেন নাসরিন আক্তার, ইতি খাতুন ও বিউটি রায়।
এদিকে, আরচ্যারীতে ব্যর্থতার দিনে হতাশা ছিল শ্যুটিং ইভেন্টেও। বাকি, আরমিন, আরদিন, শাকিলের পর এবার হতাশ করলেন শ্যুটার সৈয়দ মোহাম্মদ সাব্বির হাসান। স্কিটে তার মোট স্কোর ৫৮। কোয়ালিফিকেশন রাউন্ডে প্রথমে করলেন ১৮, এরপর ২৩ এবং তৃতীয় চেষ্টায় ১৭। ত্রিশ জন প্রতিযোগির মধ্যে হয়েছেন ২৮ তম।
বাসস/এএসজি/নীহা/১৮৩৫/মোজা/স্বব