বাসস ক্রীড়া-৯ : কুকের সমর্থনে বেইলিস

319

বাসস ক্রীড়া-৯
ক্রিকেট-কুক
কুকের সমর্থনে বেইলিস
লন্ডন, ২৫ আগস্ট ২০১৮ (বাসস) : ফর্মহীনতায় ভুগছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক অ্যালিস্টার কুক। তাই কুককে নিয়ে সমালোচনার ঝড় এখন তুঙ্গে। তবে কুকের এমন দুঃসময়ে তার পাশে দাঁড়ালেন ইংল্যান্ডের কোচ ট্রেভর বেইলিস। কুকের ফর্ম নিয়ে বেইলিস বলেন, ‘কুক ফর্মে নেই, এটি আমি বিশ্বাস করি না। উইকেটে সেট হয়েও, রান করতে ব্যর্থ হচ্ছে। দ্রুতই তার এই সমস্যা কেটে যাবে।’
টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের সর্বোচ্চ রানের মালিক কুক। ১৫৯ ম্যাচের ২৮৭ ইনিংসে ১২২২৫ রান করেছেন। ৩২টি সেঞ্চুরি ও ৫৬টি হাফ-সেঞ্চুরি রয়েছে তার। কিন্তু চলতি বছর ও সাম্প্রতিক সময়টা মোটেও ভালো যাচ্ছে না কুকের।
২০১৮ সালে ৮ ম্যাচের ১৪ ইনিংসে এ পর্যন্ত ১টি হাফ-সেঞ্চুরিতে ২৬৯ রান করেছেন কুক। গড়- ১৯ দশমিক ২১। ভারতের বিপক্ষে চলতি টেস্ট সিরিজে পাঁচ ইনিংসে ৮০ রান করেছেন তিনি। তাই ইংল্যান্ড জুড়ে কুককে নিয়ে সমালোচনা তুঙ্গে। তবে এসব সমালোচনা আমলে নিচ্ছেন না ইংলিশ কোচ বেইলিস।
কুককে সমর্থন করে বেইলিস বলেন, ‘কুক তার খেলায় কোন পরিবর্তন করেনি। আপনি জানেন না, সে যখন রান করেছে এবং এখানকার মধ্যে কোন পার্থক্য আছে কি-না। সে এখন কঠিনভাবে অনুশীলন করেন, যা অন্যের চেয়ে কম নয়। তুমি নেটে তাকে খেলতে দেখলে বুঝতে সে বলকে দারুনভাবে খেলে থাকে। তার পায়ের কাজ ভাল। আমি বলব না, সে ফর্মের বাইরে রয়েছে। সে এখনও বলে ভালোভাবে মারতে পারছে। অথচ সে রানের মধ্যে নেই। কিন্তু সে ভালো সুযোগ পাচ্ছে। সে কঠোর পরিশ্রম করছে এবং এখনও দলের মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।’
ভারতের বিপক্ষে শেষ দুই টেস্টে কুক তার সেরা পারফরমেন্স প্রদর্শন করবে বলে আশাবাদি বেইলিস। তিনি বলেন, ‘গেল বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে কুক ভাল করার চেস্টা করেছিল এবং সফলও হয়েছিল। ঐ সিরিজ থেকে আত্মবিশ্বাসী হয়ে উঠবে সে এবং ভারতের বিপক্ষে সিরিজের বাকী দু’ম্যাচে ভালো পারফরমেন্স করতে পারবেÑ এমনটাই প্রত্যাশা। এই কন্ডিশনে ব্যাট করা সবসময়ই কঠিন, তারপরও তাকে বড় ইনিংস খেলার চেষ্টা করতে হবে।’
ভারতের বিপক্ষে ট্রেন্টব্রিজ টেস্টের প্রথম ইনিংসে ১৬১ রানেই গুটিয়ে যায় ইংল্যান্ড। ফলে সিরিজের তৃতীয় ম্যাচটি হারতে হয় তাদের। ২০৩ রানে হারের লজ্জা পায় ইংল্যান্ড। তাই দলের এমন ব্যাটিং পারফরমেন্স চিন্তিত বেইলিস। তিনি বলেন, ‘আমাদের দলে থাকা খেলোয়াড়রা একটা নির্দিষ্ট ধারায় খেলে। আপনি চাইলে তারা আক্রমণাত্মক খেলতে পারে । যখন আপনি কয়েক বছর ধরে একটি নির্দিষ্ট পন্থায় খেলবেন, তখন বড় ম্যাচে নিজেকে পরিবর্তন করা সহজ নয়। আমি জানি না, এটি যথেষ্ট ভালো কিনা, তবে এটিই সত্যিই। আমি এর চেয়ে ভালো কিছু বলতে পারছি না।’
বাসস/এএমটি/১৮২০/মোজা/স্বব