কুমিল্লার শ্রীমদ্দি গ্রামের বাশের বাঁশি যাচ্ছে বিদেশে

874

কুমিল্লা (দক্ষিণ), ১ এপ্রিল, ২০২১ (বাসস) : গ্রামের নাম শ্রীমদ্দি। গ্রামের অর্ধশতাধিক পরিবারেরও বেশি বাঁশিশিল্পের সাথে জড়িত হয়ে পাল্টে দিয়েছে গ্রামের দৃশ্যপট। একমাত্র বাঁশি তৈরী করে এখানকার অনেকেই এখন স্ববলম্বী। কুমিল্লার জেলার হোমনা উপজেলা সদরে থেকে দেড় কিলোমিটার দূরে শ্রীমদ্দি গ্রামটির অবস্থান। বাঁশি তৈরী করে এখন সচ্ছল জীবন যাবন করছে তারা। শুধু তাই নয়, এখান থেকে বছরে প্রায় কোটি টাকার বাঁশি বিদেশে রফতানী হচ্ছে। শ্রীমদ্দি পুরো গ্রামটি ঘুরে চোখে পড়েনি বেকার কোন যুবক-যবতীর দুঃখময় চেহারা। গ্রামের প্রায় সব বাড়ি দোচালা ঘরের। গ্রামের অধিকাংশ অধিবাসীই হিন্দু। সারা গ্রামে দেখা যায়, প্রতিটি বাড়ীর আঙ্গিনা ও অলিগলিতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন ডিজাইনের বাঁশি। নারী-পুরুষ শিশুসহ সব বয়সের মানুষই বাঁশিশিল্পের বিভিন্ন ডিজাইন তৈরী করতে নিয়োজিত। গৃহকর্তা-গৃহকর্ত্রীর পাশাপাশি তাদের সন্তানেরাও পিছিয়ে নেই। প্রত্যেকে নিজ কাজের ফাঁকে ফাঁকে সময় অনুযায়ী বাঁশি তৈরী করছেন। এভাবে কাটছে শ্রীমদ্দি গ্রামের অধিকাংশ পরিবারের জীবণধারা। এখান থেকেই বিভিন্ন ডিজাইনের বাঁশি চলে যায় ঢাকাসহ দেশের বিভিন্ন বড় বড় মার্কেটগুলেতে।
শ্রীমদ্দি গ্রামে ঢুকতেই চোখে পড়ল একজন সে গাছের নিচে বসে বাঁশি তৈরীতে ব্যস্ত। তবে তার কাছেই এলাকার বাঁশিশিল্পের কাজ সম্পর্কে পাওয়া গেলো নানান তথ্য। সে মানুষটির হলো হোমনা উপজেলার শ্রীমদ্দি গ্রামের লিটন চন্দ্র পাল। সে বললো বাঁশিশিল্পের কথা। তাদের গ্রামে বাঁশি তৈরীর কাজ শুরু হয়েছে সে থেকে এই বাঁশিশিল্পের সাথে জড়িত আমরাও। তাছাড়া এ কাজ খুই সহজ। ফাল্গুন মাস থেকে বৈশাখ মাস পর্যন্ত অধিক বাঁশি তৈরী ও বিক্রি হলেও শ্রীমদ্দি গ্রামের শিল্পীরা সারা বছরই বাঁশি তৈরী করে। শ্রীমদ্দি গ্রামের আরেক বাঁশি তৈরীকারক যতীন্দ্র বিশ^াস জানালেন, আমরা চট্রগ্রাম, ফটিকছড়ি, সীতাকুন্ড, মিরাসরাই থেকে মুলি বাঁশ কিনে ট্রাক যোগে নিয়ে আসি শ্রীমদ্দি গ্রামে। পরে বিভিন্ন মাপ অনুযায়ী মুলি বাশঁ কেটে টুকরো টুুকরো করা হয়। এরপর টুকরোগুলো রোদে শুকিয়ে ফিনিস করে লোহা কয়লা ধারা গরম করে মাফ অনুযায়ী বাঁশে ছিদ্র করা হয় এবং মান্দাল কাঠ দিয়ে কডি তৈরী করে বাঁশের মাথায় আটকিয়ে দেওয়া হয় এবং বাঁশের কভারে রং দ্বারা বিভিন্ন ডিজাইন করে বাজারজাত করা হয়। বাঁশিশিল্লীদের তৈরী প্রতিপিস মোহনা বাঁশি ৮ টাকা, আর বাঁশি ১২টাকা, মুখ বাঁশি ৬ টাকা, নাগিনী বাঁশি ৫ টাকা, ক্যালেনের বাঁশি ৬ টাকা, পাখী বাঁশি ৫ টাকা, সোহন বাঁশি ৪ টাকা পর্যন্ত বিক্রি করছে। তবে লম্বা, মোটা নিঁখুত কাজের ওপর বাঁশির দাম নির্ভর করে। কিন্তু বাচ্চাদের মুখবাঁশি তৈরী ও বিক্রি হয় বেশি। শ্রীমদ্দি গ্রামের যতীন্দ্র বিশ^াসের স্ত্রী রিণা বিশ^াস নকশী করা বাঁশি তৈরী করেন। স্বামী-স্ত্রী দু’জনে মিলেই নকশী করা বাঁশি তৈরী করে বিভিন্ন এনজিও এক্সপোর্টের মাধ্যমে সিঙ্গাপুর, বৃটেন, জাপান, কানাডা, জার্মান, নেদারল্যান্ড, ফ্রান্স, মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে রফতানী করে বলে তারা জানায়। দশম শ্রেণী পাস করার পর বিয়ে হয়ে যায় রিণা বিশ^াসের। আর স্বামীর বাড়িতে এসেই শিখে নেয় বাঁশি তৈরীর কাজ। তারপর থেকেই শুরু করে নকশী করা বাঁশি তৈরী করা। রিণা বিশ^াস ৩ সন্তানের জননী। সারাক্ষণ গৃহ ও বাঁশি তৈরীর কাজে ব্যস্ত থাকেন। তবুও তার মুখে হাসি। বাংলাদেশের পহেলা বৈশাখের বৈশাখী মেলা ছাড়াও হোমনার মিরাশের মেলা, শ্রীমদ্দি কালীবাড়ীর মেলা, কচুয়ার সাচারের রথ মেলা, ধামরাইয়ের রথমেলা, মতলবের বেলতুলীর লেংটার মেলা, ব্রাক্ষণবাড়িয়ার খরমপুরের মেলা, চট্রগ্রামের জবাবারের বলি খেলা, নাঙ্গলবব্দের অষ্টমী ¯œান, সাতক্ষীরার পূজার মেলা, কুষ্টিয়া, গাজীপুরের মৌসুমী মেলায় বাঁশি বিক্রি ছাড়াও প্রায় সাড়া বছরই দেশের বিশ^দ্যিালয়ের শহর, বন্দর, হাট- বাজারে তারা তাদের বাঁশি বিক্রয় করে থাকে। বাঁশিশিল্পী আবদুল খালেক জানান, পূর্বে ১ হাজার ২শ’৮০টি কাউন বাঁশের মূল্য ছিল ১ হাজার ৫শ’ টাকা বর্তমানে ২ বছর যাবত ১ হাজার ২শ’৮০টি বাঁশের মূল্য ২ হাজার টাকারও বেশি। এবং রং, কয়লা ও স্প্রিটসহ বাঁশি তৈরীর সকল উপকণের দামই বৃদ্ধি পেয়েছে। কিন্তু বাঁশি ২ বছর পূর্বে যে দাম ছিল চলতি বছরেও একই দাম। তবে করোনাভাইরাস এর ভয় নিয়েও বাংলার নববর্ষকে সামনে রেখে তারা এখন ব্যস্ততম সময় পার করছেন কুমিল্লার হোমনা উপজেলার শ্রীমদ্দি গ্রামের অর্ধশতাধিক পরিবারের বাসিন্দার। ১লা বৈশাখী গ্রাম বাংলার মেলায় বাঁশি বিক্রির জন্য এখন বাঁশি তৈরীতে নিয়োজিত রয়েছেন। বৈশাখী মেলায় তাদের তৈরী প্রচুর বাঁশের বাঁশি তৈরী হবে। তবে এ বিষয়ে হোমনা উপজেলা চেয়ারম্যান রেহানা মজিদ বাসসকে বলেন, শ্রীমদ্দি গ্রামের সকল মানুষ বাঁশিশিল্পের সাথে জড়িয়ে থাকার কারণে এ এলাকায় চুরি-ডাকাতিসহ অন্যান্য সমাজবিরোধী কোন কাজ হয় না। সবাই যার যার কাজ নিয়েই ব্যস্ত।