মালির তিমবুকতু বিমানবন্দরে সন্ত্রাসী হামলায় হতাহত ২১

678

বামাকো, ১৫ এপ্রিল, ২০১৮ (বাসস ডেস্ক) : মালির তিমবুকতু বিমানবন্দর এলাকায় সন্ত্রাসীদের রকেট ও গাড়ি বোমা হামলায় জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর এক সদস্য নিহত হয়েছে। এছাড়া এতে বেশ কয়েকজন শান্তিরক্ষীবাহিনী ও ফরাসী সেনা আহত হয়েছে।
শনিবার মালির নিরাপত্তা মন্ত্রণালয় একথা জানিয়েছে।
মন্ত্রণালয় ফেসবুকে জানায়, বিকেলে মালি নগরীর উত্তরাঞ্চলের বাইরে জাতিসংঘ সৈন্যদের পাশাপাশি ফ্রান্সের বারখান শিবিরে ‘একটি সন্ত্রাসী হামলা চালানো হয়েছে।’
খবর বার্তা সংস্থা এএফপি’র।
জাতিসংঘের নীল হেলমেট পড়ে দুটি গাড়ি ভর্তি বোমা নিয়ে বন্দুকধারীরা শিবির দুটিতে বেশ কয়েকটি রকেট হামলা চালায়।
বিবৃতিতে আরো বলা হয়, ‘একটি গাড়ি বিস্ফোরিত হয়।’
এই হামলায় এক জন নিহত ও ২১ জন আহত হয়েছে বলে জানান কর্মকর্তারা।
মন্ত্রণালয় জানায়, এই ঘটনায় এক জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর সৈন্য নিহত, বেশ কয়েকজন আহত হয়েছে। আহতদের মধ্যে পাঁচ জনের অবস্থা গুরুতর। এছাড়াও এতে বেশ কয়েকজন ফরাসী সেনা আহত হয়েছে।