যারা ধ্বংসযজ্ঞ চালিয়েছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে : হানিফ

368

কুষ্টিয়া, ৩০ মার্চ, ২০২১ (বাসস) : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, যারা ধ্বংসযজ্ঞ চালিয়েছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। বিএনপি জামাত জোট পরিকল্পিতভাবে ভারতের প্রধানমন্ত্রীর আগমনের সময় বিরোধিতা করেছে।
আজ বিকেলে কুষ্টিয়া পিটিআই রোডে নিজ বাসভবনে দুস্থ্যদের মাঝে ঢেউটিন ও নগদ টাকা বিতরণকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মাহবুবউল আলম হানিফ আরো বলেন, বিদেশী সকল রাষ্ট্রপ্রধানরাই দেশের অতিথি, তাদের সম্মান প্রদর্শন এদেশের সকল নাগরিকের দায়িত্ব ও কর্তব্য। যারা মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধকে বিশ্বাস করে না তারাই তাদের আগমনে হরতাল কর্মসূচি দিয়েছে। যারা জাতির পিতা বঙ্গবন্ধুর মুরাল ভাংচুরসহ ধ্বংসযজ্ঞ চালিয়েছে তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে ।
এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া ৪ আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সাধন কুমার কুন্ডু, জেলা আওয়ামীলীগের সভাপতি আলহা সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা।
পরে তিনি আগুনে পুড়ে যাওয়া ও ঝড়ে ক্ষতিগ্রস্ত ৫৬টি পরিবারকে ঢেউ টিন ও নগদ অর্থ প্রদান করেন।