দায়িত্বের প্রথম দিনে ট্রাম্পকে টেলিফোন অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রীর

223

সিডনী, ২৫ আগস্ট, ২০১৮ (বাসস ডেস্ক) : অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলার মধ্যদিয়ে শনিবার তার প্রথম দিনের দায়িত্ব পালন শুরু করেন। এদিকে দেশের রাজনীতির ক্ষেত্রে প্রচন্ড টালমাটাল সপ্তাহ পার করার পর তার সরকারের প্রতি আস্থা ফিরিয়ে আনার ঘোষণা দেন তিনি। খবর এএফপি’র।
কট্টর রক্ষণশীলদের দলাদলিকে কেন্দ্র করে মধ্যপন্থী ম্যালকম টার্নবুলের বিরুদ্ধে লিবারেল পার্টির অনেক সদস্যের প্রচন্ড বিদ্রোহের পর শুক্রবার রাতে অস্ট্রেলিয়ার ৩০তম নেতা হিসেবে স্কট মরিসন শপথ নেন।
টার্নবুলের ঘনিষ্ঠ মিত্র সাবেক এ কোষাধ্যক্ষ বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার উষ্ণ কথাবার্তা হয়েছে।
টুইটারে এক বার্তায় তিনি বলেন, ‘আজ সকালে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার চমৎকার আলোচনা হয়েছে।’
এ সময় ‘আমরা যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার মধ্যে সম্পর্ক জোরদারের দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেছি।’
এদিকে ট্রাম্পও টুইটারে এক বার্তায় মরিসনকে অভিনন্দন জানিয়েছেন।
তিনি ওই টুইটার বার্তায় বলেন, ‘যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার মতো এতো ভাল বন্ধু নেই।’