সিরিয়ার বিষয়ে জাতিসংঘে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও ব্রিটেনের প্রস্তাব

384

জাতিসংঘ (যুক্তরাষ্ট্র), ১৫ এপ্রিল, ২০১৮ (বাসস ডেস্ক) : সিরিয়ায় রাসায়নিক অস্ত্রের ব্যাপারে তদন্তের জন্য যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও ব্রিটেন জাতিসংঘে নতুন করে একটি খসড়া প্রস্তাব পেশ করেছে।
খবর এএফপি’র।
সিরিয়ায় হামলা চালানোর মাত্র কয়েক ঘন্টা পর প্রস্তাবটি পেশ করা হল।
যৌথ এই খসড়া প্রস্তাবে মিত্র দেশ তিনটি সিরিয়ায় অব্যহতভাবে মানবিক সহায়তা সরবরাহ এবং দেশটিকে জাতিসংঘের নেতৃত্বাধীন শান্তি আলোচনায় যোগ দেয়ার দাবি জানানো হয়েছে।