আফ্রিকায় কোভিড ১৯ সংক্রমণের সংখ্যা ৪১ লাখেরও বেশি : আফ্রিকা সিডিসি

581

আদ্দিস আবাবা, ২৯ মার্চ, ২০২১(বাসস ডেস্ক): আফ্রিকায় রোববার কোভিড ১৯ সংক্রমণের নিশ্চিত সংখ্যা দাঁড়িয়েছে ৪১ লাখ ৭৮ হাজার ৫৯০ জন।
আফ্রিকার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (আফ্রিকা সিডিসি) এ কথা জানিয়েছে।
সূত্র মতে, আফ্রিকায় এ পর্যন্ত মারা গেছে এক লাখ ১১ হাজার ৭৮৪ জন এবং সুস্থ হয়েছে ৩৭ লাখ ৪৩ হাজার ৪ জন।
আফ্রিকায় সবচেয়ে বেশি লোক মারা গেছে দক্ষিণ আফ্রিকায়। দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫২ হাজার ৬৪৮ জন। এরপরই মিশর ও মরক্কোর অবস্থান।
আফ্রিকা সিডিসি আরো বলছে, বিশ্বে কোভিড ১৯ এর মোট সংক্রমণের ৪.১ শতাংশ এবং মোট মৃত্যুর ৪ শতাংশ আফ্রিকায় ঘটেছে।