হজ করতে গিয়ে সৌদি আরবে ৪২ পাকিস্তানীর প্রাণহানি

196

ইসলামাবাদ, ২৫ আগস্ট, ২০১৮ (বাসস ডেস্ক) : পবিত্র হজ পালনকালে সৌদি আরবের বিভিন্ন স্থানে নানা কারণে কমপক্ষে ৪২ পাকিস্তানী প্রাণ হারিয়েছে। শুক্রবার দেশটির ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এই তথ্য জানায়। খবর সিনহুয়া’র।
নিহত ৪২ জনের মধ্যে ৩০ জন পুরুষ এবং ১২ জন নারী। তারা পাকিস্তানের বিভিন্ন শহরের বাসিন্দা। তাদের বেশিরভাগেরই প্রাণহানি হয়েছে দমবন্ধ হয়ে অথবা সড়ক দুর্ঘটনায়।
এর মধ্যে ২৬ জন মারা গেছে মক্কায়, সাতজন মদিনায় এবং চারজন আরাফাতে বলে জানানো হয়। তাদের বয়স চল্লিশ থেকে আশি বছরের মধ্যে।
মস্তিস্কে রক্তক্ষরণের কারণে একজন নারী হাজীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা সংকটজনক।