তাইওয়ানে বন্যায় ৬ জনের মৃত্যু

216

তাইপে, ২৫ আগস্ট, ২০১৮ (বাসস ডেস্ক) : তাইওয়ানে কয়েক দিনের ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় ছয় জন মারা গেছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে কয়েক হাজার মানুষ গৃহহীন হয়ে অন্যত্র আশ্রয় নিয়েছে।
শনিবার দেশটির কর্মকর্তারা একথা জানান। খবর বার্তা সংস্থা এএফপি’র।
বৃহস্পতিবার থেকে তাইওয়ানের মধ্য ও দক্ষিণাঞ্চলে একটি গ্রীষ্মম-লীয় নি¤œচাপের প্রভাবে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। কোন কোন জেলায় ১ হাজার মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ।
সরকারি হিসেব অনুযায়ী, এখন পর্যন্ত ঝড়ে ছয় জন মারা গেছে। এদের মধ্যে দক্ষিণাঞ্চলীয় নগরী কাউশিউংয়ে ভারী মাচায় চাপা পড়ে তিন জন মারা গেছে। এছাড়াও প্রাকৃতিক দুর্যোগে আরো প্রায় ১শ’ জন আহত হয়েছে।
কর্মকর্তারা বলেন, শনিবার সকালে ৬ হাজারের বেশি লোককে সরিয়ে আনা হয়েছে। এখনো ১ হাজার ১শ’ লোক আশ্রয় শিবিরে অবস্থান করছে।
নি¤œচাপটি তাইওয়ান থেকে উত্তর-পশ্চিম দিকে সরে গেলেও এখনো অনেক এলাকা থেকে বন্যার পানি নেমে যায়নি।
তাইওয়ানের আবহাওয়া ব্যুরো জানিয়েছে, এই ধরনের প্রবল বৃষ্টিপাত খুব কমই দেখা যায়।