মিশরে ট্রেন দুর্ঘটনায় ৩২ জন নিহত

250

তাহতা (মিশর), ২৭ মার্চ, ২০২১ (বাসস ডেস্ক) : মিশরের দক্ষিণাঞ্চলে দ’ুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩২ জন নিহত ও ১৬০ জনেরও বেশি লোক আহত হয়েছে।
রাজধানী কায়রো থেকে ৪৬০ কিলোমিটার দক্ষিণে শুক্রবার ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া সর্বশেষ তথ্য মতে, দুর্ঘটনায় অন্তত ৩২ জন নিহত হয়েছে। হাসপাতালে ভর্তি করা হয়েছে ১৬৫ জনকে।
দক্ষিণাঞ্চলীয় লুক্সর ও আলেকজ্রান্দ্রিয়া শহরের মধ্যে যাতায়াতকারী একটি ট্রেন এবং কায়রো ও দক্ষিণাঞ্চলীয় আসওয়ান শহরের মধ্যে যাতায়াতকারী অপর ট্রেনের মধ্যে এ সংঘর্ষ ঘটে।
দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি দুর্ঘটনায় দায়ী ব্যক্তিদের কঠোর শাস্তি দেয়ার অঙ্গীকার করেছেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেয়ারও নির্দেশ দিয়েছেন।
কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার প্রেক্ষাপটে দেশটির রেল কর্তৃপক্ষ এর জন্যে অজ্ঞাত কিছু যাত্রীকে দায়ী করছে । এসব যাত্রী কয়েকটি বগিতেই জরুরি থামানোর চেষ্টা চালায়।
এদিকে সোহাগ প্রদেশের তাহতায় জেলায় দুর্ঘটনাস্থলে শত শত অ্যাম্বুলেন্স ও মেডিকেল কর্মী পাঠানো হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্ত ট্রেন ওয়াগন সরিয়ে রাস্তা পরিষ্কার করতে উল্লেখযোগ্য সংখ্যক টেকনেশিয়ান কাজ করছে।
উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে মিশরে কয়েকটি ভয়াবহ রেল দুর্ঘটনা ঘটেছে।