নাটোর জেলা জিমনেশিয়াম নির্মাণ কাজ শেষের পথে

350

নাটোর, ২৫ আগস্ট, ২০১৮ (বাসস) : সাড়ে ছয় কোটি টাকা ব্যয়ে নাটোর জেলাজিম নেশিয়াম নির্মাণ কাজ এখন শেষের পথে। জাতীয় ক্রীড়া পরিষদ শহরের পটুয়াপাড়া এলাকায়শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামসংলগ্ন স্থানে এই জিমনেশিয়াম নির্মাণ কাজ বাস্তবায়ন করছে।
নাটোর জেলাজিমনেশিয়ান নির্মাণকাজবাস্তবায়ন প্রকল্পের প্রকল্প প্রকৌশলীমীর্জা হেদায়েতুল হক জানান, জিমনেশিয়ামের অভ্যন্তরে তিনটি ব্যাডমিন্টন কোর্ট থাকছে। এছাড়া ওয়াশরুমসহ কার্যালয়, একটিজিম ও খেলোয়াড়দের জন্যে দুইটি ড্রেসিংরুমএবং দর্শকদের জন্যে চারটি ওয়াশরুম থাকছে। বাইরে থাকছে সংযোগ সড়ক। জিমনেশিয়ামের ধারণক্ষমতা ৪৫০ জন দর্শক।
প্রকল্প প্রকৌশলী আরো জানান, সকল নির্মাণকাজ শেষে বর্তমানে ফ্লোরে রঙের কাজ চলছে। এরপর আসন বিন্যাস কাজ শেষ হলে জেলা ক্রীড়াসংস্থার নিকট জিমনেশিয়ামটি হস্তান্তর করা হবে।
নাটোর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সৈয়দ মোস্তাক আলী মুকুল বাসসকে বলেন, জিমনিশিয়ামটি অচিরেই হস্তান্তর পেলে আনুষ্ঠানিক উদ্বোধন শেষে এর কার্যক্রম শুরু করা হবে। জিমনেশিয়ামে প্রশিক্ষণ ও প্রতিযোগিতার মাধ্যমে মেধাবী খেলোয়াড়রা ক্রীড়াঙ্গনে অবদান রাখতে পারবেন।