বাজিস-২ : শিমুলিয়ায় নাব্যতা সঙ্কটে ফেরি চলাচল সীমিত

312

বাজিস-২
মুন্সিগঞ্জ-ফেরি চলাচল
শিমুলিয়ায় নাব্যতা সঙ্কটে ফেরি চলাচল সীমিত
মুন্সীগঞ্জ, ২৫ আগস্ট, ২০১৮ (বাসস) : শিমুলিয়ায় নাব্যতা সঙ্কটে সীমিত আকারে ফেরি চলাচল করছে। ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। নাব্যতা সঙ্কটের কারণে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় দুর্ভোগ বেড়েছে।
শনিবার ভোর ৪টার দিকে শিমুলিয়া-কাঁঠালবাড়ি ফেরি রুটের লৌহজং টার্নিংয়ে কাছে সরু চ্যানেলের কাছে একটি ফেরি আটকে যায়। তাই অন্যান্য ফেরি এ চ্যানেল অতিক্রম করতে পারছিল না। এতে সকাল ৬টা পর্যন্ত প্রায় দুই ঘন্টা ফেরি চলাচল বন্ধ থাকে। তবে চ্যানেলের মুখ থেকে ফেরি সরিয়ে নেয়ার পর আবার ফেরি সার্ভিস সচল হয়। তবে নাব্যতা সঙ্কটের কারণে বহরে ১৭টি ফেরির মধ্যে রোরোসহ ৭টি ফেরি চলাচল করতে পারছে না। ১০টি ফেরি দিয়ে সার্ভিসটি সচল রাখা হয়েছে। দু’পারে এখনও পারাপারের অপেক্ষায় রয়েছে ৩ শতাধিক যানবাহন। অনেকে যানবাহন রেখেই স্পীডবোট এবং লঞ্চে করে পদ্মা পাড় হয়ে গন্তব্যে পৌঁছছে।
বিআইডব্লিউটিসি’র এজিএম খন্দকার শাহ খালেদ নেওয়াজ জানান, নাব্যতা সঙ্কটে ফেরি সচল রাখ কঠিন হলেও বিড়ম্বনা হ্রাস করতে সচল রাখা হয়েছে। তবে ড্রেজিং চলছে নাব্যতা সঙ্কট নিরসন হলে ফেরি সার্ভিস স্বাভাবিক করা সম্ভব হবে।
এদিকে লঞ্চ ও স্পীডবোট ঘাটেও ভিড় ছিল। এ রুটে ৮৭টি লঞ্চ এবং প্রায় ৪শ’ স্পীডবোট যাত্রী পারাপার করছে ।
বাসস/সংবাদদাতা/১০০০/নূসী