বাজিস-১ : পিরোজপুর জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে ১৩২ কোটি ৩১ লক্ষ টাকা বরাদ্দ

347

বাজিস-১
পিরোজপুর-শিক্ষা প্রতিষ্ঠান
পিরোজপুর জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে ১৩২ কোটি ৩১ লক্ষ টাকা বরাদ্দ
পিরোজপুর, ১৮ আগস্ট, ২০১৮ (বাসস) : জেলার ২শত ৪৩টি শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো নির্মাণসহ বিভিন্ন উন্নয়নমুলক কর্মকান্ডে ১৩২ কোটি ৩১ লক্ষ ১৯ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো নির্মাণসহ অন্যান্য কাজের ইতোমধ্যেই শতভাগ শেষ হয়েছে এবং বাকীগুলো খুব শীঘ্রই শেষ হবে বলে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এর পিরোজপুরের নিবাহী প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে।
নির্বাচিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় সমূহের ভৌত অবকাঠামো উন্নয়ণ শীর্ষক প্রকল্পে ৩১টি শিক্ষা প্রতিষ্ঠানে একাডেমিক ভবন নির্মান এর জন্য ব্যয় করা হয়েছে ১ কোটি ৩২ লক্ষ ৮৪ হাজার টাকা। নির্বাচিত বেসরকারি মাধ্যমকি বিদ্যালয় সমূহের ভৌত অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের ৩১ প্রতিষ্ঠানে আসবাবপত্র সরবরাহ খাতে ১ কোটি ৫৭ কোটি ৭৮ হাজার টাকা ব্যয় করে আসবাবপত্র সরবরাহ করা হয়েছে। তথ্য প্রযুক্তির সহায়তায় শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে নির্বাচিত বেসরকারি কলেজ সমূহের উন্নয়ণ শীর্ষক প্রকল্প এর ১৪টির একাডেমিক ভবন নির্মান প্রকল্পে ব্যয় করা হয়েছে ৩৫ কোটি ৫৭ লক্ষ টাকা। নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠানে নতুন একাডেমিক ভবন নির্মান শীর্ষক প্রকল্পে ৩৮টিতে একাডেমিক ভবন নির্মানে ব্যয় করা হয়েছে ২৪ কোটি ৪ লক্ষ ৩৫ হাজার টাকা। অনুন্নয়ন বাজেটের আত্ততায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মেরামত ও মঞ্জুরী প্রকল্পে ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানের ১ কোটি ৬১ লক্ষ ২৯ হাজার টাকা ব্যয় করা হয়েছে। রাজস্ব বাজেট অধীণ সরকারি শিক্ষা প্রতিষ্ঠান মেরামত ও সংষ্কার কাজ করা হয়েছে ২৮টি শিক্ষা প্রতিষ্ঠানে। এখানে ব্যয় করা হয়েছে ৩ কোটি ৩৯ লক্ষ ৬৯ হাজার টাকা। অনুন্নয়ন বাজটের আওতায় ২৯টি শিক্ষা প্রতিষ্ঠানে আসবাবপত্র সরবরাহ এর ব্যয় করা হয়েছে ১ কোটি ২৩ লক্ষ ৩৯ হাজার টাকা। জেলা সদরের পোষ্ট গ্র্যাজুয়েট কলেজ সমূহের মান উন্নয়ণ শীর্ষক প্রকল্পের ৪টি একাডেমিক ভবনকাম পরীক্ষার হল নির্মান প্রকল্পে ব্যয় করা হয়েছে ১০ কোটি ৭৭ লক্ষ ৭২ হাজার টাকা। সদর দপ্তর ও জেলা কার্যালয় স্থাপনের মাধ্যমে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর শক্তিশারীকরণ শীর্ষক প্রকল্পের আওতায় অফিস ভবন নির্মান ও উর্ধমূখী সম্প্রসারণ ১টিতে ৫ কোটি ৩৯ লক্ষ ১০ হাজার টাকা ব্যয় করা হয়েছে। এনহ্যানসিং দি মাদ্রাসা লানিং এনভারনমেন্ট প্রজেক্ট ইন বাংলাদেশ শীর্ষক প্রকল্পে ২টি একাডেমিক ভবন নির্মানের জন্য ২ কোটি ৫৩ লক্ষ ৬২ হাজার টাকা ব্যয় করা হয়েছে। এনহ্যানসিং দি মাদ্রাসা লানিং এনভারনমেন্ট প্রজেক্ট ইন বাংলাদেশ শীর্ষক প্রকল্পে ২টি আসবাবপত্র সরবরাহের জন্য ১২ লক্ষ ৫৬ হাজার ব্যয় করা হয়েছে। টিচিং কোয়ালিটি ইমপ্রুভমেন্ট-২ একাডেমিক ভবন প্রকল্প নির্মান প্রকল্পে ১টির জন্য ব্যয় করা হয়েছে ৮২ লক্ষ ৯০ হাজার টাকা। সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেষ্টমেন্ট প্রোগ্রাম শীর্ষক প্রকল্পে ১৩টি শিক্ষা প্রতিষ্ঠানের মেরামত ও সংস্কার কাজের জন্য ৪ কোটি ১২ লক্ষ ২ হাজার টাকা এবং ১০০টি উপজেলায় ১টি করে টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন শীর্ষক একাডেমিক ভবন নির্মাণ এর ১টির জন্য ১৬ কোটি ৮৫ লক্ষ ২ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। পিরোজপুরের শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. হাসান শওকত জানান, ঠিকাদারদের নিকট হতে মান সম্পন্ন কাজ আদায় করা হচ্ছে।
বাসস/সংবাদদাতা/১০০০/নূসী